সকালে আদালতে গাড়িচাপায় সাইক্লিস্টকে হত্যার স্বীকারোক্তি, রাতে ফুটবল মাঠে

২০১৬ সালে ইংলিশ লিগ কাপে লিভারপুল–বার্টন ম্যাচে অ্যাকিনস (বাঁয়ে)এএফপি

ইস্পাতদৃঢ় স্নায়ু একেই বলে!

বলা হচ্ছে লুকাস অ্যাকিনসের কথা। ৩৬ বছর বয়সী এ ফুটবলার খেলেন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানের ক্লাব ম্যানসফিল্ড টাউনে। গতকাল মঙ্গলবার সকালে ইংল্যান্ডের এক আদালতে গাড়িচাপা দিয়ে এক সাইক্লিস্টকে মেরে ফেলার দায় স্বীকার করেন অ্যাকিনস। এরপর কাল রাতেই সেই অ্যাকিনস কি না খেলতে নেমে গেলেন মাঠে! আর সেই ম্যাচে তাঁর দল গোলশূন্য ড্র করেছে উইগান অ্যাথলেটিকের সঙ্গে।

ফুটবল মাঠে স্ট্রাইকার হিসেবে খেলা অ্যাকিনস দুর্ঘটনাটি ঘটিয়েছিলেন ২০২২ সালের মার্চে। তাঁর মার্সিডিজ জি৩৫০ গাড়িটি হাডার্সফিল্ডের কাছে এক গ্রামের রাস্তায় ধাক্কা দেয় একটি সাইক্লিস্টকে। সেই সাইকেল আরোহী অ্যাড্রিয়ান ড্যানিয়েল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর মারা যান।

ইংলিশ–গ্রেনাডিয়ান ফুটবলার লুকাস অ্যাকিনস
এএফপি

সেই মামলায় কাল লিডসের ক্রাউন কোর্টে দোষ স্বীকার করেছেন অ্যাটকিনস। আদালত কী শাস্তি দেবেন সেটি জানা যাবে আগামী ২৪ এপ্রিল। আপাতত জামিনে আছেন ক্যারিবীয় দেশ গ্রেনাডা জাতীয় দলের ফুটবলার অ্যাটকিনস।

আরও পড়ুন

আপাতত জেল-জরিমানা না হলেও আদালত অ্যাকিনসের ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়েছেন। ভবিষ্যতেও রাস্তায় তাঁর গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ম্যানসফিল্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই বলতে হবে অ্যাকিনসে। গত মৌসুমে ১৪ গোল করে দলটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ম্যানসফিল্ডকে লিগ টু থেকে লিগ ওয়ানে ওঠাতেও বড় ভূমিকা ছিল অ্যাকিনসের গোলের।

নিহত সাইক্লিস্ট অ্যাড্রিয়ান ড্যানিয়েল
ছবি: ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ

হাডার্সফিল্ডের একাডেমির ছাত্র অ্যাকিনসের পেশাদার ফুটবলে অভিষেক ২০০৭ সালে। নর্থউইচ ভিক্টোরিয়া, হ্যামিল্টন অ্যাকাডেমিকাল, প্যাট্রিক থিসল, ট্রানমেয়ার রোভার্স, স্টিভেন্যাঞ্জ ও বার্টন অ্যালবিয়নের হয়ে খেলার পর ২০২২ সালে ম্যানসফিল্ডে যোগ দেন অ্যাকিনস।

আরও পড়ুন