এচেভেরিকে পেতে ৩৬০ কোটি টাকা দিতে চায় বার্সা

আর্জেন্টিনার তরুণ প্লেমেকার ক্লদিও এচেভেরিফিফা

লাতিন আমেরিকার কিশোর প্রতিভাদের ইউরোপীয় ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। তবে বার্সার বর্তমান স্কোয়াডে তরুণ লাতিন খেলোয়াড়ের সংখ্যা মাত্র একজন—উরুগুইয়ান ডিফেন্ডার রোনালদ আরাউহো। নতুন বছরের শুরুতে যোগ দেবেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকি।

সেই ধারায় এবার আর্জেন্টিনার বিস্ময় বালক ক্লদিও এচেভেরিকেও দলে নিতে চাচ্ছে বার্সেলোনা। ‘মেসি–ম্যারাডোনার মিশ্রণে’ বেড়ে ওঠা এচেভেরি বর্তমানে স্বদেশি ক্লাব রিভারপ্লেটে খেলছেন। ক্লাবটির সঙ্গে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তাঁর।

আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘লা রেদ’ জানিয়েছে, আসছে শীতকালীন দলবদলেই রিভারপ্লেটের কাছ থেকে এচেভেরিকে ছাড়িয়ে নিতে চায় বার্সা। এ জন্য ৩ কোটি ইউরো (৩৬০ কোটি ২৮ লাখ টাকা) খরচ করতে রাজি তারা।

বার্সার পাশাপাশি ম্যানচেস্টার সিটি, চেলসি ও বেনফিকাও এচেভেরিকে পাওয়ার লড়াইয়ে নামতে পারে। ক্লাব তিনটি টেক্কা দিলে ১৭ বছর বয়সী প্লেমেকারের দাম বাড়াতেও রাজি বার্সা। লা রেদ আরও জানিয়েছে, এচেভেরিকে পাওয়ার ব্যাপারে রিভারপ্লেটকে যাতে অন্য কোনো ক্লাব প্ররোচিত না করতে পারে, সে জন্য আগেভাগেই ৫০ লাখ ইউরো (৬০ কোটি ৩২ লাখ টাকা) পরিশোধ করতে চায় বার্সা। এচেভেরিকে কেনার পর বাকি টাকা দিতে চায় কিস্তির মাধ্যমে।

অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হ্যাটটটট্রিক করেন এচেভেরি
ফিফা

এর আগে দলবদল-বিষয়ক সংবাদমাধ্যম ‘ফিচাহেস’ জানিয়েছিল, রিয়াল মাদ্রিদ ও পিএসজিও এচেভেরিকে কিনতে চায়। তবে ক্লাব দুটি সেই ভাবনা থেকে সরে এসেছে।

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো এচেভেরিকে ‘নতুন মেসি’ নামে ডেকে এলেও আর্জেন্টাইনরা আদর করে তাঁর নাম দিয়েছে ‘এল দিয়াব্লিতো’ (ছোট্ট অধিপতি বা খুদে শয়তান)। গত এপ্রিলে অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকা দিয়ে আলোচনায় আসেন এচেভেরি। ওই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। নিজে করেন ৫ গোল, সতীর্থদের দিয়ে করান ৩টি।

আরও পড়ুন

গত মাসে ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপেও আলো ছড়ান এচেভেরি। তাঁর নৈপুণ্যেই ২০১৩ সালের পর প্রথমবার টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে করেন হ্যাটট্রিক

আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির সঙ্গে এচেভেরি
টুইটার

এচেভেরির সে দিনের পারফরম্যান্স বার্সা কোচ জাভি হার্নান্দেজেরও মনে ধরেছে। জাভি বলেছেন, ‘ছেলেটা (এচেভেরি) প্রতিভাবান। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সে শুধু হ্যাটট্রিকই করেনি, ব্যবধানও গড়ে দিয়েছে। তবে ওকে বার্সায় নিয়ে আসার দায়িত্ব আমাদের স্কাউটিং বিভাগের।’

এচেভেরি অবশ্য বার্সায় খেলার ইচ্ছাটা অনেক আগেই জানিয়ে রেখেছেন। মেসি–ভক্ত এই ফুটবলার বলেছেন, ‘রিভারপ্লেটের মতো বার্সার হয়েও আমি খেলতে চাই। আমি মেসির অনেক বড় ভক্ত। আমি তাঁকে বার্সায় খেলতে দেখে বেড়ে উঠেছি। ছোটবেলা থেকে রিভারপ্লেট ও বার্সাকে অনুসরণ করি।’