বাংলাদেশের মানুষের এ শিরোপাটা প্রাপ্য, এটা তাদের জন্য: সাবিনা

সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে সাবিনাছবি: বাফুফে

‘সাবিনা, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, হাইয়েস্ট স্কোরার, হোয়াট ডু ইউ হ্যাভ টু সে?’

সংবাদ সম্মেলনে প্রশ্নকর্তা ইংরেজিতে প্রশ্নটি ছুড়ে দিলেন। নারী সাফ চ্যাম্পিয়নশিপে দলের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাও সাবিনা খাতুন। এমন অর্জনের পর কেমন মনে হচ্ছে কিংবা অনুভূতি কী—এমনটাই জানতে চাওয়া হয়েছিল।

সাবিনা খাতুন উত্তর দিলেন তাঁর নিজের ভাষা বাংলায়, ‘প্রথমত, চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। নিজের চেষ্টা ও পরিশ্রম মাঠে দিয়ে গেছি। সেটার ফল ফাইনালে পেলাম।’ সাবিনা এরপর যে কথাটা বললেন, সেটা তাঁর আনন্দের মাত্রাকে বুঝিয়ে দেয়, ‘এই টুর্নামেন্ট আমার ক্যারিয়ারের সেরা।’

দুটি হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে মোট ৮ গোল করেছেন সাবিনা। এর চেয়েও বড় স্বীকৃতি হলো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। সাবিনা জানালেন, বাংলাদেশে মেয়েদের ফুটবল যে এগিয়েছে, তা প্রমাণ করার একটা সংকল্প ছিল খেলোয়াড়দের।

২০১৬ সাল থেকে ৫টি বয়সভিত্তিক টুর্নামেন্ট জিতে এ পর্যায়ে উঠে এসেছেন সাবিনা–সানজিদারা। সাবিনা জানালেন, ‘আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের মেয়েরা যে ফুটবলে উন্নতি করেছে, সেটা এই টুর্নামেন্টে প্রমাণ করব।’

সাফ জয়ের পর শিরোপা নিয়ে ফটোসেশনে বাংলাদেশের মেয়েরা
ছবি: বাফুফে

বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রাব্বানী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নেপালে যাওয়ার পর বাংলাদেশের দূতাবাস থেকে নিমন্ত্রণ পেয়েছেন। কিন্তু কোচ তাঁর খেলোয়াড়দের নিয়ে যাননি। খেলা থেকে মনোযোগ সরাতে চাননি কোচ।

ফাইনাল জিতে এই মনোসংযোগের ফসল তুলে নেওয়ার পর ‘মেয়েরা এখন স্বাধীন’ বলে জানালেন কোচ। খেলোয়াড়েরা নিজেদের মতো করেই জয় উদ্‌যাপন করবেন। উৎসবটা কীভাবে হবে, তা জানালেন সাবিনাই, ‘উৎসব মাঠে কেমন হয়েছে, তা সবাই দেখেছেন। তবে এখান থেকে দেশে যাওয়ার পরই উল্লাসটা আরও বোঝা যাবে। আমরা সে জন্যই অপেক্ষা করছি।’

২০১৬ সালে সাফ ফাইনালে উঠেও পারেননি বাংলাদেশের মেয়েরা। সাবিনা জানালেন, সেই ফাইনালে হারের অতৃপ্তি মেটানোর ভাবনাটা তাঁর মনে কাজ করেনি।

বরং আরও বড় কিছু ভেবে রেখেছিলেন সাবিনা, ‘স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টটি নিজেদের ঘরে তুলব। সেটা ২০২২ সালে এসে করতে পেরেছি। বিশেষ করে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি, বাংলাদেশের মানুষ নারী ফুটবলের প্রতি যে এত আস্থা নিয়ে বসে আছে...গতকাল পর্যন্তও পোস্ট দেখছিলাম আর মন খারাপ হচ্ছিল যে, আমরা এই মানুষগুলোর হাসি ধরে রাখতে পারব কি না। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার পর মনে হয়েছে বাংলাদেশের মানুষের এ শিরোপাটা প্রাপ্য, এটা তাদের জন্য।’