ইউরোয় ম্যানচেস্টার সিটির খেলোয়াড়ই সবচেয়ে বেশি

২০২৪ ইউরোয় ম্যানচেস্টার সিটির ১৪ জন ফুটবলার খেলবেনএএফপি

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়েছে কাল রাতে। মিউনিখে বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েঠে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো)। যেখানে ৫–১ গোলে জিতেছে জার্মানি।

খুব স্বাভাবিকভাবেই এ টুর্নামেন্টে ইউরোপের সেরা ফুটবলারদের দেখা যাবে। আর এসব সেরা ফুটবলার তৈরির পেছনের কারিগর ক্লাবগুলো। ইউরোয় তাই বিভিন্ন দেশের জাতীয় দলে নিজেদের খেলোয়াড়দের দেখে গর্বও হওয়ার কথা ক্লাবগুলোর। সে হিসেবে ম্যানচেস্টার সিটির গর্বই সবচেয়ে বেশি।

২০২৩-২৪ মৌসুমে ৭টি প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনটিতে শিরোপা জিতেছে সিটি—ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ায় স্বাভাবিকভাবেই হতাশাটা কাটতে সময় লাগবে সিটির।

তবে ইউরোপে জাতীয় দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের খেলোয়াড়ের গলায় বিজয়ের পদক দেখে সেই দুঃখ কিছুটা হলেও ভুলতে পারে ইংলিশ ক্লাবটি। আর এই সম্ভাবনা কিন্তু সিটিরই সবচেয়ে বেশি। কারণ, ইউরোয় অংশ নেওয়া ২৪টি দলের মধ্যে সিটির খেলোয়াড়সংখ্যাই সবচেয়ে বেশি।

৭টি জাতীয় দলে সিটির খেলোয়াড় মোট ১৪ জন। আর দলগুলোর বেশির ভাগই শিরোপা জয়ের দাবিদার কিংবা চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট শক্তিধর—বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন ও সুইজারল্যান্ড। এর মধ্যে তিনটি দলই সাবেক চ্যাম্পিয়ন—স্পেন, পর্তুগাল ও নেদারল্যান্ডস। বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড যেমন শক্তিশালী, তেমনি শিরোপা–দৌড়েও অনেকের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

ম্যানচেস্টার সিটির ওয়েবসাইট অনুযায়ী, এই ক্লাবের ১৪ খেলোয়াড়ের মধ্যে কে কোন দলে, সে বিবরণ দেওয়া যাক—

বেলজিয়াম: কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডকু।

ক্রোয়েশিয়া: ইয়োস্কো গাভারদিওল, মাতেও কোভাচিচ।

ইংল্যান্ড: ফিল ফোডেন, জন স্টোনস ও কাইল ওয়াকার।

নেদারল্যান্ডস: নাথান আকে।

পর্তুগাল: জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, ম্যাথিয়াস নুনেজ, বের্নার্দো সিলভা।

স্পেন: রদ্রি।

সুইজারল্যান্ড: ম্যানুয়েল আকাঞ্জি।

ট্রান্সফারমার্কেটের করা তালিকায় ইউরোয় অংশ নেওয়া সিটির খেলোয়াড়সংখ্যা দেখানো হয়েছে ১৩। সেখানে পর্তুগাল দলে সিটির তিন খেলোয়াড়ের কথা বলা হলেও সেটি আসলে চারজন। কারণ, জোয়াও কানসেলো গত মৌসুমে ধারে বার্সেলোনার হয়ে খেললেও সিটির সঙ্গে এখনো চুক্তি আছে তাঁর।

আরও পড়ুন

ট্রান্সফারমার্কেট জানিয়েছে, সিটির পর ইউরোয় দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড়সংখ্যার প্রতিনিধিত্বকারী ক্লাব ইতালির ইন্টার মিলান—১৩ জন। ইতালির দলে আছেন ইন্টারের পাঁচ খেলোয়াড়। নেদারল্যান্ডস ও ফ্রান্স দলে আছেন দুজন করে খেলোয়াড়। তুরস্ক, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও আলবেনিয়া দলে আছেন ইন্টারের একজন করে খেলোয়াড়।

ইন্টার মিলানের ১৩ জন ফুটবলার এবারের ইউরোয় খেলবেন
এএফপি

ট্রান্সফারমার্কেটের এ তালিকায় তৃতীয় স্থানটি যৌথভাবে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও বার্সেলোনার। এই তিন ক্লাবের ১২ জন করে খেলোয়াড় প্রতিনিধিত্ব করবেন ইউরোর বিভিন্ন দলে। বায়ার্ন মিউনিখ ও লাইপজিগের ১১ জন করে খেলোয়াড় রয়েছেন ইউরোর বিভিন্ন দলে। আর্সেনাল ও বায়ার লেভারকুসেনের আছেন ১০ জন করে খেলোয়াড়। ইউরোর বিভিন্ন দলে অন্য সব ক্লাবের খেলোয়াড়সংখ্যা ১০–এর নিচে।