কী উপহার পেয়ে এভাবে হাসছেন মেসি, কে দিলেন উপহার

লিওনেল মেসিছবি: ইনস্টাগ্রাম

ফিফা ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি যেমন শুরু চেয়েছিলেন, তেমনটা হয়নি। গত রোববার উদ্বোধনী ম্যাচে মিসরীয় ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে মেসির ইন্টার মায়ামি। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে এফসি পোর্তো–পালমেইরাসও ড্র করার পর মায়ামি নেমে গেছে পয়েন্ট তালিকার তলানিতে।

সেদিন ম্যাচ শেষে মেসিকে কিছুক্ষণ মন খারাপ করে মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে শুরুর হতাশা ভুলে পরবর্তী ম্যাচ সামনে রেখে পূর্ণোদ্যমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

পোর্তোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে লিওনেল মেসি
ছবি: রয়টার্স

সোমবার অনুশীলনের ফাঁকে একটি হেলমেট হাতে নিয়ে তাঁকে প্রাণ খুলে হাসতেও দেখা গেছে। এমন একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ফুটবল মাঠে হেলমেটের কোনো কাজ নেই। তাই মেসির হাতে হঠাৎ হেলমেট এল কীভাবে কিংবা সেটি পেয়ে তিনি এত খুশি কেন—অনেকের মনে এমন কৌতূহল জাগতে পারে।

মেসি আসলে হেলমেটটা পেয়েছেন উপহার হিসেবে। তাঁকে এটি দিয়েছেন রেসিং প্রতিযোগিতা ফর্মুলা ওয়ানের ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তো।

আরও পড়ুন

২২ বছর বয়সী কোলাপিন্তোও একজন আর্জেন্টাইন। কানাডিয়ান গ্রাঁ প্রিতে অংশ নিতে তিনি গিয়েছিলেন মন্ট্রিয়লে। মেসি যেহেতু কানাডার প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রেই আছেন, তাই তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করেননি।

আর্জেন্টাইন রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তো মেসিকে হেলমেট উপহার দিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম

সোমবার ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে গিয়ে মেসিকে নিজের একটি হেলমেট উপহার দিয়েছেন কোলাপিন্তো। এই হেলমেট তিনি গত বছর ফর্মুলা টুতে পরেছিলেন এবং সেই প্রতিযোগিতা জিতে ফর্মুলা ওয়ানে জায়গা করে নেন।

হেলমেটটিকে তাই ‘সৌভাগ্যের বাহক’ মনে করা হচ্ছে। কোলাপিন্তোর ধারণা, এটি মেসির ও তাঁর দলের জন্য সৌভাগ্য বয়ে আনবে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসিকে হেলমেট উপহার দেওয়ার ছবি পোস্ট করেছেন কোলাপিন্তো। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে শুভকামনা জানিয়ে হেলমেটের গায়ে লিখেছেন, ‘আপনি যে আনন্দ দিয়েছেন, আপনার কাছ থেকে যা শিখেছি, সব কিছুর জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।’

আরও পড়ুন

দুজনের বিনিময়ের ঘটনা এটিই প্রথম নয়। গত বছর নিজের অটোগ্রাফ সংবলিত আর্জেন্টিনা দলের একটি অনুশীলন জার্সি কোলাপিন্তোকে উপহার দেন মেসি। সেই জার্সি পাওয়ার কিছুদিনের মধ্যে ফর্মুলা টু জিতে ফর্মুলা ওয়ানে জায়গা করে নেন কোলাপিন্তো।

গত বছর কোলাপিন্তোকে আর্জেন্টিনার অনুশীলন জার্সি উপহার দেন মেসি
ছবি: এক্স

মেসির কাছ থেকে উপহার পেয়ে কোলাপিন্তো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, অনেক ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। এটিতে বিশ্বসেরার স্বাক্ষর আছে। আমি এই শার্ট ফ্রেমবন্দী করে রেখে দিতে যাচ্ছি। আমি খুব খুশি। আপনার প্রতি কৃতজ্ঞ, লিও।’

এবার মেসির কল্যাণ কামনায় হেলমেট উপহার দিলেও কোলাপিন্তো নিজেই কানাডিয়ান গ্রাঁ প্রিতে বাজে সময় কাটিয়েছেন। প্রতিযোগিতায় ২০ জনের মধ্যে ১৩তম হয়েছেন এই আর্জেন্টাইন ড্রাইভার।

কানাডিয়ান গ্রাঁ প্রিতে ১৩তম হয়েছেন আর্জেন্টাইন ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তো
ছবি: রয়টার্স

ফিফা ক্লাব বিশ্বকাপে মায়ামির পরের ম্যাচ বৃহস্পতিবার রাতে, পোর্তোর বিপক্ষে। দেখা যাক, উপহারের হেলমেট মেসির জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে কি না!