যোগ করা সময়ের ২ গোলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

আর্সেনাল জার্সিতে প্রথম গোল পেয়েছেন ডেকলান রাইসএএফপি

আর্সেনাল যে তাঁকে ক্লাব রেকর্ড ফি ১০ কোটি পাউন্ড দিয়ে দলে টেনে ভুল করেনি সেটির প্রমাণ দিলেন ডেকলান রাইস। রোববার রাতে এমিরেটসে যোগ করা সময়ে আর্সেনালের জার্সিতে প্রথম গোলটি পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার। এরপর ম্যাচের ঘড়ির কাঁটা ১০০ মিনিট পেরোনোর পর গোল পেয়েছেন রাইস সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসও। আর তাতেই ঘুরে দাঁড়িয়ে নাটকীয় এক ম্যাচে আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

ম্যাচশেষে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের কথাতেই পরিষ্কার কী করেছে আর্সেনাল, ‘পৃথিবীতে এর চেয়ে ভালো অনুভূতি আর কী হতে পারে। এ কারণেই তো আমরা খেলি।’

আরও পড়ুন
আর্সেনালের তৃতীয় গোলটি গ্যাব্রিয়েল জেসুসের
এএফপি

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে আসা বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোল করেন রাইস। আর্সেনালের এই গোলের কিছুক্ষণ আগেই ইউনাইটেড সমর্থকেরা ভেবে নিয়েছিলেন জয় নিয়েই এমিরেটস থেকে ফিরছেন তাঁরা। ৮৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ইউনাইটেডকে এগিয়ে নিয়েছিলেন বদলি নামা আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো। কিন্তু ভিএআর অফসাইডের কারণে বাতিল করে দেয় সেই গোল।

রাইসের গোলের পর সমতায় ফেরাতে মরিয়া ইউনাইটেড তৃতীয় গোলটা খেয়ে বসে পাল্টা আক্রমণ থেকে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস ঠান্ডা মাথায় করেছেন সেই গোল।

আরও পড়ুন
ইউনাইটেডের গারনাচোর গোল বাতিল হয়েছে
এএফপি

অথচ ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি করেছিল ইউনাইটেডই। মার্কাস রাশফোর্ড করেছিলেন সেই গোল। সমতায় ফিরতে অবশ্য মোটেও সময় নেয়নি গানাররা। খেলা আবার শুরু হতেই গোল করে বসেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এরপর একবার পেনাল্টি পেয়েছিল আর্সেনাল। কিন্তু রেফারি অ্যান্টনি টেলর ভিএআর চেক করে সেই সিদ্ধান্ত বাতিল করেন।

এই ম্যাচেই প্রথমবারের মতো ইউনাইটেডের হয়ে মাঠে নেমেছেন ৭.২ কোটি পাউন্ড দিয়ে কেনা স্ট্রাইকার রাসমুস হইলুন্দ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন ডেনমার্ক স্ট্রাইকার।

প্রথম চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট পেয়ে আর্সেনাল আছে পয়েন্ট তালিকার পাঁচে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ১১ নম্বরে।

আরও পড়ুন