মাঠে ফিরেই গোল করলেন সালাহ, করালেনও

দেড় মাস পর লিভারপুলের জার্সিতে ফিরেছেন মোহাম্মদ সালাহএএফপি

ব্রেন্টফোর্ড ১ : ৪ লিভারপুল

সামর্থ্যের দিক থেকে ব্রেন্টফোর্ড খুব বড় দল না হলেও লিভারপুলের জন্য জিটেক কমিউনিটি স্টেডিয়াম এক ধাঁধার নাম। লিগে ব্রেন্টফোর্ডের মাঠে এর আগে পাঁচ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি অল রেডরা। নিজেদের মাঠে অজেয় হয়ে থাকা সেই ব্রেন্টফোর্ডকে আজ ‘প্রথম’ হারের স্বাদ দিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

মোহাম্মদ সালাহ, দারউইন নুনিয়েজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর কোডি গাকপোর গোলে ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। দেড় মাস পর দলে ফেরা সালাহ নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও করিয়েছেন।

এ জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় লিভারপুলের শীর্ষস্থান আরও সংহত হলো। আজ রাতের অন্যান্য ম্যাচের ফল যেমনই হোক, ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিভারপুলই থাকবে সবার ওপরে।

সালাহ লিভারপুলের হয়ে সর্বশেষ খেলেছিলেন এ বছরের প্রথম দিন। এরপর মিসরের হয়ে আফ্রিকান কাপ অব নেশনস খেলতে চলে যান। সেখানেই চোটে পড়ে ইংল্যান্ডে ফিরে এসে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন এত দিন। আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষেও প্রথম একাদশে ছিলেন না তিনি। মাঠে নামেন ৪৪ মিনিটে দিয়েগো জোতার বদলি হিসেবে।

সালাহর অ্যাসিস্টে গোল করেছেন মাক–আলিস্টার
এএফপি

সালাহ মাঠে নামার সময়ই ১-০ গোলে এগিয়েছিল লিভারপুল। ৩৫ মিনিটে প্রতি-আক্রমণে বল নিয়ে ব্রেন্টফোর্ডে অর্ধে ঢুকে পড়েন জোতা। এক ডিফেন্ডারের পাহারায় থাকা জোতা সেটি হেডে নুনিয়েজকে বাড়ান। উরুগুইয়ান ফরোয়ার্ড সুযোগ কাজে লাগান দারুণভাবেই, এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর বল জড়িয়ে দেন জালে। ম্যাচের প্রথমার্ধে গোল হয়েছে এই একটিই।

আরও পড়ুন

বিরতির ১০ মিনিট পর লিভারপুলকে দ্বিতীয় গোল এনে দেন ম্যাক অ্যালিস্টার। যদিও আর্জেন্টাইন মিডফিল্ডারকে গোলমুখে চমৎকারভাবে বলটা বাড়িয়ে দেন সালাহ। ৬৮ মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান সালাহও। গাকপোর বাড়ানো বল ব্রেন্টফোর্ডের দুই ডিফেন্ডার কলিন্স ও বেন মি ঠিকমতো আটকাতে না পারলে পেয়ে যান সালাহ। যেখান থেকে ব্যবধান ৩-০ করেন ৩১ বছর বয়সী মিসরীয় তারকা।

এ নিয়ে প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে গোল ও গোলে সহায়তা দুটিই করলেন সালাহ। তাঁর সামনে আছেন অ্যালান শিয়ারার (৩১), থিয়েরি অঁরি (৩২) ও ওয়েইন রুনি (৩৬)।

আরও পড়ুন

ম্যাচের ৭৫ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে একটি গোল শোধ দেন ইভান টনি। তবে ৮৬ মিনিটে গোল করে লিভারপুলের পক্ষে ব্যবধান আবারও বাড়িয়ে দেন গাকপো।

২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৭, ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।