বর্ষসেরার যে পুরস্কার পেলেন হলান্ড

পিএফএ বর্ষসেরার ট্রফি হাতে আর্লিং হলান্ডছবি: আর্লিং হলান্ডের টুইটার অ্যাকাউন্ট

ইংল্যান্ডে পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএর বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। সিটির হয়ে নিজের প্রথম মৌসুমেই ‘ট্রেবল’ জিতেছেন হলান্ড। গত মৌসুমে পেপ গার্দিওলার দলের প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ জয়ের পথে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন হলান্ড। যার স্বীকৃতিস্বরূপ গতকাল তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন

ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন’ (পিএফএ) ১৯৭৩-৭৪ মৌসুম থেকে ছেলে ও মেয়েদের ফুটবলে এই পুরস্কার দিয়ে আসছে। ইংলিশ ফুটবলে এ বছর দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে মেয়েদের বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলার স্ট্রাইকার র‌্যাচেল ড্যালে। মেয়েদের তরুণ বর্ষসেরার পুরস্কারটি জিতেছেন চেলসির লরেন জেমস।

সিটিতে হলান্ডের সতীর্থ কেভিন ডি ব্রুইনা, জন স্টোনস, আর্সেনালের বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড এবং টটেনহামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেইন বর্ষসেরার পুরস্কার জয়ে হলান্ডের প্রতিদ্বন্দ্বী ছিলেন। বুকায়ো সাকা জিতেছেন ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

২৩ বছর বয়সী হলান্ড পুরস্কারটি জিততে পেরে স্বাভাবিকভাবেই খুব খুশি, ‘এটি জিততে পারা আমার জন্য সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার এবং আমাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মৌসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, কখনো ভাবিনি।’

আরও পড়ুন

৫ কোটি ৯৪ লাখ ইউরোতে গত বছরের জুনে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়া হলান্ড তরুণ বর্ষসেরাতেও মনোনয়ন পেয়েছিলেন।

গত মে মাসে প্রিমিয়ার লিগে মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন হলান্ড। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারেও ছেলেদের বর্ষসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই।