১২ ম্যাচ পর নুনিয়েজের গোল, শীর্ষে ফিরল লিভারপুল

ম্যাচের ৬ মিনিটেই গোল পেয়ে যান নুনিয়েজপ্রিমিয়ার লিগ

লিভারপুলের হয়ে এর আগে তাঁর সর্বশেষ গোলটা ছিল গত ১ নভেম্বর, লিগ কাপে বোর্নমাউথের বিপক্ষে। এরপর সব প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচে গোলহীন ছিলেন দারউইন নুনিয়েজ। উরুগুইয়ান স্ট্রাইকার অবশেষে গোলখরা ঘুচালেন আজ, টার্ফ মুরে বার্নলির বিপক্ষে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই তাঁর গোলে এগিয়ে যাওয়া লিভারপুল দ্বিতীয় গোলটা পেয়েছে একেবারে ৯০ মিনিটে গিয়ে। ব্যবধান দ্বিগুন করেন চোট থেকে ফেরা দিয়েগো জোতা। প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ম্যাচটা ইয়ুর্গেন ক্লপের দল জিতেছেও ২-০ গোলেই।

আরও পড়ুন
নুনিয়েজের গোল উদযাপন
প্রিমিয়ার লিগ

এ জয়ে ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। অবশ্য বৃহস্পতিবার রাতে আর্সেনাল যদি ওয়েস্ট হামকে হারিয়ে দেয়, গানাররাই আবার শীর্ষে চলে আসবে।

ম্যাচের স্কোরলাইন দেখে অবশ্য বোঝা যাচ্ছে না পুরোটা সময় লিভারপুল কতটা দাপটে খেলেছে, কত আক্রমণ করেছে। বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড দুর্দান্ত সব সেভ না করলে এই ম্যাচে আরও অনেক বড় ব্যবধানেই জিততেন সালাহরা।

আরও পড়ুন

বড় দিনের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সঙ্গে ড্রয়ের পর এই জয়টা লিভারপুলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে নিশ্চিত।

বছরের শেষ ম্যাচটা খেলতে নেমে একের পর এক আক্রমনের পসরা সাজিয়ে বসেছিল লিভারপুল। বিরতির আগেই তাই তারা নিয়েছে ১৪টি শট, যার ৮টাই ছিল বার্নলির গোলমুখ বরাবর। ৬ মিনিটে কোডি গাকপোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে লিভারপুলকে এগিয়ে দেন নুনিয়েজ।

চোট থেকে ফিরে গোল পেয়েছেন জোতা
প্রিমিয়ার লিগ

৫৫ মিনিটে বার্নলির জালে বল পাঠিয়েছিলেন হার্ভি এলিয়টও। কিন্তু ভিএআরে দেখা যায় সালাহ অফ সাইড ছিলেন, বাতিল হয়ে যায় গোল।

এর আগে-পরে ট্রাফোর্ড একের পর এক ফিরিয়েছেন গাকপো, দমিনিক সোবোসলাই ও ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের শট। তবে ৯০ মিনিটে গিয়ে আর পারেননি। লুইস দিয়াজের ব্যাক হিল থেকে বল পেয়ে বেশ কঠিন জায়গা থেকে দারুণ এক গোল করেন জোতা। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব ছিল না বার্নলির।  

আরও পড়ুন