কানে কানে কী কথা নেইমার আর এমবাপ্পের?

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৮
জুভেন্টাসে যোগ দিয়েছেন, আপাতত নিশ্চিন্ত আনহেল দি মারিয়া। নির্ভার সময়ে সঙ্গিনীকে ভালোবাসার কথা জানাতেও ভোলেননি আর্জেন্টাইন উইঙ্গার
ইনস্টাগ্রাম
২ / ৮
দুজনের কেউই আগামী মৌসুমে বার্সেলোনায় থাকবেন কি না, তা নিয়ে সংশয় আছে। ফ্রেঙ্কি ডি ইয়ংকে ম্যানচেস্টার ইউনাইটেড চায়, মেম্ফিস ডিপাইকে বার্সেলোনাই চায় বিক্রি করে দিতে। দুই ডাচ তারকাকে দেখে অবশ্য মনে হচ্ছে না, তাঁদের সেসব নিয়ে ভাবনা আছে!
ইনস্টাগ্রাম
৩ / ৮
মদিনায় শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারের কাছে যেটি পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতি
ইনস্টাগ্রাম
৪ / ৮
যেমন বাবা, তেমন ছেলে! ফ্যাশনের দিক থেকে রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা আর তাঁর ছেলে কেউই যেন কারও চেয়ে কম যান না
ইনস্টাগ্রাম
৫ / ৮
বিয়ের মৌসুম। বিরিয়ানি, কাচ্চি, বোরহানির চল না থাকুক, তবে কেতাদূরস্ত হয়ে এখানে সেখানে নিমন্ত্রণ খেতে যেতে তো বাধা নেই। নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ও তাঁর সঙ্গিনীও গেছেন নিমন্ত্রণে
ইনস্টাগ্রাম
৬ / ৮
কদিন আগেই রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শেষ টেনে দেওয়া মার্সেলোর এখন পরিবারকে দেওয়ার মতো সময়ের অভাব নেই। তা এখানে ছেলেকে কীসের জন্য প্রস্তুত করে দিচ্ছেন ব্রাজিলিয়ান লেফটব্যাক?
ইনস্টাগ্রাম
৭ / ৮
পেছনের স্কুলটাতেই তাঁর বেড়ে ওঠা। এবার সেখানে শেন ওয়াটসন গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি প্রদর্শনীতে। নিজেরই স্কুলের বর্তমান ছাত্রদের সামনে ট্রফি হাতে দাঁড়াতে নিশ্চয়ই গর্ব হচ্ছিল অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডারের
ইনস্টাগ্রাম
৮ / ৮
প্রাক-মৌসুম প্রস্তুতিতে পিএসজি এখন জাপানে। যাঁদের নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি, স্বাভাবিকভাবেই সেই মেসি, নেইমার আর এমবাপ্পেকে হাজির করা হলো সংবাদমাধ্যম আর ভক্তদের জন্য আয়োজিত অনুষ্ঠানে। কিন্তু বাধল বিপত্তি! নেইমারের কানের হেডফোন নষ্ট হয়ে যায়, যেটিতে অন্য ভাষার প্রশ্ন নেইমারের জন্য পর্তুগিজে ভাষান্তরিত হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে উপায়! পাশে থাকা মেসি (ছবিতে নেই) কখনো নেইমারের জন্য অনুবাদকের ভূমিকা নিলেন, তো কখনো এমবাপ্পে
ইনস্টাগ্রাম