ছবির গল্পে মোহামেডানের অবিশ্বাস্য জয়

অবিশ্বাস্য বললে কি বাড়িয়ে বলা হয়? মোটেই না। ফেডারেশন কাপ ফাইনালে আজ আবাহনীর বিপক্ষে মোহামেডানের দুর্দান্ত জয় দেখে মনে হতে পারে এভাবেও ঘুরে দাঁড়ানো সম্ভব! দুই গোলে পিছিয়ে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে মোহামেডান ২-২ করেছে। এরপর ৩-২ গোলে পিছিয়ে পড়ে আবার করেছে ৩-৩। এখানেই শেষ নয়। নির্ধারিত সময়ে ৩-৩ ব্যবধানে শেষ হওয়া ম্যাচ অতিরিক্ত সময় শেষেও অমীমাংসিত। দুই দল সমতায় ৪-৪ ব্যবধানে! মোহামেডানের হয়ে সবকটি গোলই করেন সোলেমান দিয়াবাতে। এরপর টাইব্রেকার নামের ভাগ্যপরীক্ষায় ৪-২ গোলে জিতে ১৪ বছর পর ফেডারেশন কাপ ঘরে তুলেছে মোহামেডান। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবিস্মরণীয় এই ফাইনালের ছবির গল্পে শামসুল হকের ক্যামেরায় দেখে নেওয়া যাক—
১ / ১৩
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ভরা গ্যালারির একাংশ। আবাহনী-মোহামেডান ফাইনাল দেখতে গ্যালারির অনেকটাই ছিল পূর্ণ। ফেডারেশন কাপের এই ফাইনালটা দারুণ উপভোগ করেছেন দর্শকরা
ছবি: শামসুল হক
২ / ১৩
মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তখন কি কেউ ভাবতে পেরেছিলেন কী দুর্দান্ত এক ম্যাচ-ই না উপহার দেবে দুই দল!
ছবি: শামসুল হক
৩ / ১৩
গ্যালারিতে আবাহনী সমর্থকদের একাংশ। আকাশি রঙের জার্সিতে রঙিন হয়ে উঠেছিল গ্যালারির কিছু জায়গা
ছবি: শামসুল হক
৪ / ১৩
প্রথম গোল ১৬ মিনিটে, আবাহনীর ফাহিমের। এমেকার ডিফেন্সচেরা পাস থেকে গোল করে উদ্‌যাপনে মাতলেন
ছবি: শামসুল হক
৫ / ১৩
৪৪ মিনিটে আবাহনীর হয়ে দ্বিতীয় আঘাতটি কলিনদ্রেসের। কোনাকুনি শটে গোল করে উদ্‌যাপন কোস্টারিকান ফুটবলারের
ছবি: শামসুল হক
৬ / ১৩
বিরতির পর ৫৬ মিনিটে সোলেমান দিয়াবাতে মোহামেডানের হয়ে এক গোল শোধ করেন। তাঁর উদ্‌যাপনেই বোঝা যাচ্ছে, ম্যাচে ফিরতে কতটা মরিয়া ছিল মোহামেডান
ছবি: শামসুল হক
৭ / ১৩
....এবং সেই দিয়াবাতের গোলেই ম্যাচ ফিরল মোহামেডান। ৬০ মিনিটে তাঁর দ্বিতীয় গোলে ২-২ গোলে সমতায় ফেরে তারা
ছবি: শামসুল হক
৮ / ১৩
নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকার গোলে আবারও এগিয়ে যায় আবাহনী। ব্যবধান ৩-২ করার পর এমেকার উদ্‌যাপন
ছবি: শামসুল হক
৯ / ১৩
কিন্তু সোলেমান দিয়াবাতে অন্য কিছু ভেবে রেখেছিলেন। ৭৯ মিনিটে তাঁর হ্যাটট্রিক গোলে আবারও সমতায় ফেরে মোহামেডান। নির্ধারিত সময়ে ম্যাচে ৩-৩ গোলে সমতা
ছবি: শামসুল হক
১০ / ১৩
অতিরিক্ত সময়েও হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। ম্যাচ টাইব্রেকারে গড়ানোর আগে সমতা ছিল ৪-৪ গোলে
ছবি: শামসুল হক
১১ / ১৩
টাইব্রেকার জিতে উল্লাস মোহামেডানের খেলোয়াড়দের। একটু দূরে হতাশায় ভেঙে পড়া আবাহনীর খেলোয়াড়েরা
ছবি: শামসুল হক
১২ / ১৩
শেষ মিনিট পর্যন্ত লড়াই করেও হার। মেনে নিতে পারছিলেন না আবাহনীর খেলোয়াড়েরা
ছবি: শামসুল হক
১৩ / ১৩
চ্যাম্পিয়ন হওয়ার পর মোহামেডানের খেলোয়াড়দের উদ্‌যাপন
ছবি: শামসুল হক