মেসির চোট: কত দিন মাঠের বাইরে থাকতে হবে
চেজ স্টেডিয়ামে লিগস কাপের ম্যাচ। প্রতিপক্ষ নেকাক্সা। মাত্র ১১ মিনিট পেরিয়েছে। হঠাৎই চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন লিওনেল মেসি। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। বাধ্য হয়ে উঠে যান মাঠ ছেড়ে। ঘটনাটা বাংলাদেশ সময় আজ ভোরের। নেকাক্সার সঙ্গে ২-২ সমতার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে মায়ামি।
লিগস কাপের গ্রুপ পর্বে ইন্টার মায়ামির এটা ছিল দ্বিতীয় ম্যাচ। আর এই ম্যাচেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে বসেছে তারা। ৩১ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের লিগস কাপ। তবে সেই ফাইনাল পর্যন্ত ইন্টার মায়ামি যেতে পারুক আর না পারুক, মেসিকে বাকি টুর্নামেন্টে আর পাওয়া যাবে না বলেই শঙ্কা।
ম্যাচ চলাকালে আক্রমণে যাওয়ার সময় দুই নেকাক্সা ডিফেন্ডারের ট্যাকলে পড়েন মেসি। এরপরই হাত দিয়ে ধরে বসেন নিজের ডান পায়ের হ্যামস্ট্রিং। ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, এটা সম্ভবত মেসির হ্যামস্ট্রিংয়ের সেই পুরোনো চোট, যার কারণে আগেও ভুগেছিলেন মেসি।
ইন্টার মায়ামি এখনো আনুষ্ঠানিকভাবে মেসির চোট নিয়ে কিছু জানায়নি। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, তাঁকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে। ফক্স স্পোর্টসের প্রতিবেদন বলছে, একমাত্র ইতিবাচক দিক হলো, মেসিকে স্ট্রেচারে নিতে হয়নি, নিজেই হেঁটে ড্রেসিংরুমে ফিরে গেছেন।
দ্য সকার বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই চোট মেসিকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে রাখবে। যদি তা-ই হয়, তাহলে শুধু লিগস কাপ নয়, আগস্টের বেশ কয়েকটি এমএলএস ম্যাচেও মেসিকে পাওয়া যাবে না। লিগস কাপের গ্রুপ পর্বে মায়ামির শেষ ম্যাচটি ৬ আগস্ট পুমাস উনামের বিপক্ষে। এরপর ১০ আগস্ট অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসে ফিরবে মায়ামি। ১৬ আগস্ট তাদের প্রতিপক্ষ এমএলএস চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সি। আগস্ট মাসের বাকি দুটি ম্যাচ ডিসি ইউনাইটেড ও শিকাগো ফায়ারের বিপক্ষে।