আগামী মৌসুমে প্রিমিয়ার ফুটবল লিগের নবাগত দল ফর্টিস এফসি এখনো কাউকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়নি। তবে এরই মধ্যে ক্লাবটি তাদের সহকারী কোচের নাম ঘোষণা করেছে।
মিসর জাতীয় দল থেকে ফর্টিস এফসি লিমিটেডে সহকারী কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন ফ্রান্সেসকো ব্রুতো দা কস্তা। ভারতে জন্মগ্রহণ করা দা কস্তা বর্তমানে পতুর্গালের নাগরিক। সর্বশেষ তিনি মিসর জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।
বর্তমানে কস্তা ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। এফসি ফর্টিসে যোগ দেওয়া প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার সঙ্গে যোগাযোগ করে প্রকল্পটি সম্পর্কে ব্যাখ্যা করা হয়। ফর্টিস এফসির সভাপতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাকে ব্যাখ্যা করা হয়েছে। সব শুনে উচ্চাভিলাষী এ প্রকল্পের অংশ হতে আগ্রহ জন্মেছে আমার।’
ফর্টিস ক্লাব দেশের শীর্ষ পর্যায়ে খেলার আগেই নিজেদের একাডেমির কাজ শুরু করে দিয়েছে। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ বয়সভিত্তিক দল গঠনের লক্ষ্যে ট্রায়ালের মাধ্যমে গত মাসে তরুণ ফুটবলার বাছাই করেছে ক্লাবটি।
এর আগে কক্স সিটি ফুটবল ক্লাব, উত্তর বারিধারা ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘের মতো অনেক ক্লাব প্রিমিয়ারে উঠেও টিকতে পারেনি। তবে প্রিমিয়ার লিগে উঠে যাওয়ার পর আবারও নেমে যাওয়াদের তালিকায় নাম লেখাতে চায় না পূর্ণ অবকাঠামোসমৃদ্ধ ফর্টিস এফসি। তাদের লক্ষ্যই প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপার লড়াইয়ে থাকার মতো দল গড়া। এসবেরই অংশ হিসেবে এবার ঢাকায় আসছেন ব্রুতো দা কস্তা।