মেসি বার্সেলোনায় ফিরলেন, সপরিবারে

ছুটি কাটাতে প্যারিস থেকে বার্সেলৈানায় মেসিছবি: এএফপি

প্রথম ম্যাচেই জোড়া গোল। যাঁর মধ্যে একটা তো রীতিমতো ‘অবিশ্বাস্য’। ক্লেরমোর বিপক্ষে ৮৭ মিনিটের ‘বাইসাইকেল কিকে’ করা সেই গোল দেখে প্রতিপক্ষের সমর্থকেরাও মেতেছিলেন মেসি–বন্দনায়।

প্যারিসে এমন এক রাত কাটিয়েই মেসি ফিরেছেন বার্সেলোনায়। নাহ, পিএসজি–ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। মেসি নিজের প্রাণের শহর বার্সেলোনায় ফিরেছেন ছুটি কাটাতেই।

লিগে মেসিদের পরের ম্যাচ ১৪ আগস্ট। প্রথম ম্যাচে ওমন দাপুটে পারফরম্যান্স, সঙ্গে দল পেয়েছে সাত দিনের বিরতি। এ কারণেই প্রথম ম্যাচের পরই মেসি দুই দিনের ছুটি পেয়েছেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের কাছ থেকে। মূলত এই ছুটি কাজে লাগাতেই সপরিবার মেসি বার্সেলোনায় ফিরেছেন।

বাইসাইকেল কিক নিচ্ছেন মেসি। ক্লেরমোঁর বিপক্ষে ম্যাচে
ছবি: চ্যাম্পিয়নস লিগ টুইটার

মেসি এমন সময় বার্সাতে ফিরলেন, যখন তাঁকে নিয়ে বার্সা–সমর্থকেরা একটু হলেও আবারও স্বপ্ন বুনতে শুরু করেছেন। স্বপ্ন দেখার কারণটাও অমূলক নয়। খোদ বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা সাতবারের ব্যালন ডি’অরজয়ীকে নিয়ে বলেছেন—মেসি-অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি!

মেসিকে বার্সায় ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ছিল লাপোর্তার কণ্ঠেই, ‘আমি মনে করি না, মেসি-অধ্যায় শেষ হয়ে গেছে। আর মেসির অধ্যায় যে এখনো খোলা আছে, সেটি নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।’

এমনকি মেসির একসময়ের সতীর্থ, হালে বার্সা কোচ জাভি হার্নান্দেজও আশাবাদী মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারে, ‘এই মুহূর্তে মেসি একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। সে এই দুনিয়ার সেরা ফুটবল খেলোয়াড়। ইতিহাসেরও অন্যতম সেরা। আমাদের সভাপতি যা বলেছেন, তাতে আমার বিশ্বাস, বার্সেলোনায় মেসির কাহিনি এখনো ফুরোয়নি।’

যদিও বার্সায় ফেরা নিয়ে একেবারেই নিশ্চুপ মেসি। বার্সেলোনায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি। তবে অটোগ্রাফ দিয়ে ভক্তদের খুশি করতে ভোলেননি তিনি।