default-image

মেসি এমন সময় বার্সাতে ফিরলেন, যখন তাঁকে নিয়ে বার্সা–সমর্থকেরা একটু হলেও আবারও স্বপ্ন বুনতে শুরু করেছেন। স্বপ্ন দেখার কারণটাও অমূলক নয়। খোদ বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা সাতবারের ব্যালন ডি’অরজয়ীকে নিয়ে বলেছেন—মেসি-অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি!

মেসিকে বার্সায় ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ছিল লাপোর্তার কণ্ঠেই, ‘আমি মনে করি না, মেসি-অধ্যায় শেষ হয়ে গেছে। আর মেসির অধ্যায় যে এখনো খোলা আছে, সেটি নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।’

এমনকি মেসির একসময়ের সতীর্থ, হালে বার্সা কোচ জাভি হার্নান্দেজও আশাবাদী মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারে, ‘এই মুহূর্তে মেসি একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। সে এই দুনিয়ার সেরা ফুটবল খেলোয়াড়। ইতিহাসেরও অন্যতম সেরা। আমাদের সভাপতি যা বলেছেন, তাতে আমার বিশ্বাস, বার্সেলোনায় মেসির কাহিনি এখনো ফুরোয়নি।’

যদিও বার্সায় ফেরা নিয়ে একেবারেই নিশ্চুপ মেসি। বার্সেলোনায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি। তবে অটোগ্রাফ দিয়ে ভক্তদের খুশি করতে ভোলেননি তিনি।

ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন