রিয়ালের হয়ে ১২ গোল করে ১২টি শিরোপা জিতেছেন এ স্ট্রাইকার

রিয়ালের সঙ্গে সম্পর্ক চুকে গেছে মারিয়ানো দিয়াজেরছবি: টুইটার

২৯ আগস্ট ২০১৮। মারিয়ানো দিয়াজকে পাঁচ বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনার ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। তার দুই মাস আগেই ক্লাব ছেড়েছেন রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। ২ কোটি ৩০ লাখ ইউরোয় মারিয়ানোকে ফিরিয়ে তাঁর কাঁধে রোনালদোর ৭ নম্বর জার্সির ভার অর্পণ করেছিল রিয়াল। উদ্দেশ্য পরিষ্কার—ক্রিস্টিয়ানো রোনালদোর জুতায় পা গলাতে মারিয়ানোকে ঘষেমেজে তৈরি করা। পাঁচ বছর পর কী দেখা যাচ্ছে?

আরও পড়ুন

রিয়াল গত শনিবার জানিয়ে দেয়, আগামী ৩০ জুন বর্তমান চুক্তির মেয়াদ ফুরোলেই ক্লাব ছাড়বেন মারিয়ানো। এর মধ্য দিয়ে ২৯ বছর বয়সী স্ট্রাইকারের দুঃখের ষোলোকলাও যেন পূর্ণ হলো! স্প্যানিশ বাবা ও ডমিনিকান মায়ের ঘরে জন্ম নেওয়া মারিয়ানো ২০১৩ সালে ডমিনিকান প্রজাতন্ত্রের হয়ে ১টি প্রীতি ম্যাচ খেলেছিলেন।

স্পেনের প্রতিনিধিত্ব করতে ডমিনিকান প্রজাতন্ত্র জাতীয় দল থেকে অবসরও নেন। কিন্তু এত দিনেও স্পেন জাতীয় দল থেকে ডাক পাননি। আর ক্লাব ফুটবল? সাফল্য বিচার করলে হয়তো উল্টো মনে হবে, কিন্তু এই পাঁচ বছরে মারিয়ানোর মাঠের পারফরম্যান্স দেখলে মানতেই হবে, তাঁকে নিয়ে রিয়ালে আসলে ‘পর্বতের মুষিকপ্রসব’ ঘটেছে।

একটু পেছন ফিরে তাকানো যাক। কাতালুনিয়ান ক্লাব বাদালোনা থেকে ২০১১ সালে ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক প্রকল্পে যোগ দেন মারিয়ানো। পরের বছর রিয়ালের ‘সি’ এবং ২০১৪ সালে ‘বি’ দলে উঠে আসেন। প্রতিভা থাকায় দুই বছর পর রিয়ালের মূল দলেও জায়গা পেয়ে যান। ২০১৬–১৭ মৌসুমে রিয়ালের হয়ে ১৪ ম্যাচে ৫টি গোলও করেছিলেন মারিয়ানো।

আরও পড়ুন

কিন্তু রিয়াল তত দিনে ভরসা হারিয়ে তাঁকে বেচে দিয়েছিল ফ্রান্সের ক্লাব লিঁওর কাছে। সেখানে তিন মৌসুম খেলার পর আক্রমণভাগে রোনালদোর শূন্যতা পূরণে ২০১৮ সালে মারিয়ানোকে ফেরায় রিয়াল। লিঁওর কাছে যে স্ট্রাইকারকে ৮০ লাখ ইউরোয় বেচেছিল রিয়াল, তাঁকেই ফেরাতে খরচ হয় ২ কোটি ৩০ লাখ ইউরো। অর্থাৎ আর্থিক ক্ষতি মেনেই মারিয়ানোকে ফিরিয়েছিল রিয়াল। কিন্তু মাঠে তার ফল শূন্যই বলা যায়।

রিয়ালের হয়ে মারিয়ানোর শিরোপাসংখ্যায় একবার তাকানো যাক। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপসহ দুই মেয়াদে রিয়ালের হয়ে মোট ১২টি শিরোপা জিতেছেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। এর মধ্যে গত পাঁচ বছরে জিতেছেন ৮ শিরোপা। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, এ ৮ শিরোপা জয়ের পথে গত পাঁচ বছরে মারিয়ানো সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৪ ম্যাচে মাত্র ১২ গোল করেছেন। লা লিগায় সংখ্যাটা ৬০ ম্যাচে ৭ গোল।

ক্রমাগত চোট ও রিয়ালের আক্রমণভাগে করিম বেনজেমা, ভিনিসিয়ুস, রদ্রিগোদের উপস্থিতিতে আর জায়গা পাওয়া হয়ে ওঠেনি মারিয়ানোর। তবে মাঠে নামার সুযোগ না পেলেও তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একের পর এক শিরোপা। ম্যাচ টাইম না পাওয়ায় বিদায়ের সময় নামের পাশে এতগুলো ট্রফি নিয়েও নিশ্চয় তৃপ্ত হতে পারবেন না দিয়াজ।

আরও পড়ুন