সপ্তাহে সাড়ে ৫ কোটি টাকা দিয়ে কেইনকে রাখতে চায় টটেনহাম

হ্যারি কেইনকে রেখে দিতে লোভনীয় বেতনের প্রস্তাব দিচ্ছে টটেনহামছবি : টুইটার

মৌসুম শেষ হওয়ার আগে থেকে হ্যারি কেইনের দলবদল নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন। প্রথমে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে কেইনকে নেওয়ার আগ্রহের কথা শোনা গেলেও পরে তাঁকে নেওয়ার দৌড়ে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। শুরুতে তারা কেইনের জন্য ৭ কোটি ইউরোর (৮৩২ কোটি ৭৬ লাখ টাকা) প্রস্তাব দেয়। কিন্তু এ দামে বনিবনা না হওয়ায় পরে অঙ্কটা আরও বাড়ায়।

দ্য টাইমস জানিয়েছিল, কেইনের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলাপও সেরে নিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি। তবে টটেনহাম এখনো কেইনকে রেখে দেওয়ার আশা ছাড়ছে না। যে কারণে তারাও বাড়াচ্ছে অঙ্কের পরিমাণ।

টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ২৯ বছর বয়সী কেইন। আগামী মৌসুম শেষেই টটেনহামের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে। নতুন চুক্তি না করলে আগামী মৌসুম শেষেই ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হিসেবে শৈশবের ক্লাব ছাড়তে পারবেন কেইন।

তবে কেইন যদি চুক্তির মেয়াদ বাড়ান, তাহলে সপ্তাহে ৪ লাখ ৬৯ হাজার ২০০ ইউরো (৫ কোটি ৫৮ লাখ টাকা) প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে টটেনহাম। তবে শোনা যাচ্ছে, কেইন অর্থের অঙ্ক দেখে ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন না। তিনি ভালো প্রকল্প পেলেই শুধু ক্লাব পরিবর্তনের কথা ভাববেন।

টটেনহামের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা কেইন ক্লাবটির হয়ে এখনো কোনো শিরোপা জিততে পারেননি। এই শিরোপার খোঁজেই দল পরিবর্তন করতে পারেন এই স্ট্রাইকার। কেইন ও বায়ার্ন কোচ টমাস টুখেল নাকি মিউনিখের ক্লাবটির হয়ে জুটি গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। টুখেল কেইন জুটি বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারে বলেও বিশ্বাস বায়ার্ন কোচের। মূলত গত মৌসুমে রবার্ট লেভানডফস্কি বায়ার্ন ছাড়ার পর বিপাকে পড়ে যায় বায়ার্ন। সাদিও মানেকে তারা লিভারপুল থেকে নিয়ে এলেও লেভার অভাব তিনি পূরণ করতে পারেননি। নিজেদের স্কোরিং শক্তি বাড়াতেই তারা মূলত কেইনকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জার্মান ক্লাবটি।

আরও পড়ুন

টটেনহাম নতুন কোচ এনজ পোস্তেকোগ্লুর কথাতেও স্পষ্ট, কেইন তাঁর ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। আর ভাবনায় টটেনহাম ঠিক আছেন কি না, তা বলা যাচ্ছে না। টটেনহাম কোচ বলছেন, ‘হ্যারি (কেইন) ক্লাব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি তাকে এখানে চাই, চাই টটেনহামের সফলতা। আমি নিশ্চিত কেইনও এটাই চায়। কিন্তু হ্যারি এখানে থাকবে এমন কোনো নিশ্চয়তা আমাকে দেওয়া হয়নি, আমি প্রত্যাশাও করছি না। এই ধরনের পরিস্থিতিতে নিশ্চিত করে কখনে কিছু বলা যায় না।’