‘মেসি, মেসি’ স্লোগানে রোনালদোর কাটা ঘায়ে নুনের ছিটা

আল–ইত্তিহাদের মাঠে খেলতে গিয়ে বেশ বিব্রতকর অবস্থাতেই পড়েছিলেন রোনালদোছবি: এএফপি

সৌদি ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রাটা শুরুতেই বড় ধাক্কা খেল। সৌদি প্রো লিগে অভিষেকের ম্যাচে তাঁর দল আল নাসর ১-০ গোলে জিতলেও গোলের দেখা পাননি রোনালদো। আর নিজের দ্বিতীয় ম্যাচে আল-ইতিহাদের বিপক্ষে ‘সিআর সেভেন’র দলকে দেখতে হয়েছে ৩-১ গোলের হার। এ হারে সৌদি সুপার কাপ থেকে বিদায়ও নিশ্চিত হয়েছে আল নাসরের। তবে রোনালদোর হারের জ্বালা আরও বেড়েছে ইতিহাদ–সমর্থকদের ‘মেসি, মেসি’ স্লোগানে।

সেমিফাইনালে এদিন শুরু থেকেই চাপে ছিল রোনালদোর আল নাসর। ম্যাচের ১৫ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ২-০। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি আল-নাসর। দেখতে হয়েছে ৩-১ গোলের হার। তবে হারের সঙ্গে আল-ইত্তিহাদের মাঠে দলটির সমর্থকেরা বিব্রতকর অবস্থাতেই ফেলেছিল রোনালদোকে।

আরও পড়ুন

এদিন রোনালদোকে লক্ষ্য করে মেসির নাম ধরে চিৎকার করতে শুরু করে তারা। তবে দর্শকদের এমন আচরণের পাল্টা জবাব দিতে পারেননি পর্তুগিজ তারকা। পারেননি জাদুকরি কিছু করে দলের হার ঠেকাতে। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে।

এর আগে মেসির বিপক্ষে ম্যাচ দিয়ে গত সপ্তাহে সৌদি ফুটবলে অভিষেক হয় রোনালদোর। সেদিন রিয়াদ অল-স্টারের বিপক্ষে ৩ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন মেসি।

মেসির জবাব দিয়ে রোনালদো অবশ্য প্রথমার্ধ শেষ হওয়ার আগেই করেন জোড়া গোল। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রোনালদোর অল স্টার। ম্যাচটি ৫-৪ গোলে জেতে মেসির পিএসজি।

আরও পড়ুন

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সৌদি প্রো লিগের ম্যাচে আগামী শুক্রবার আবার মাঠে নামবেন রোনালদো। সেই ম্যাচে তাঁর দল আল নাসরের প্রতিপক্ষ আল-ফাতেহ। সুপার কাপ থেকে বিদায় নিলেও লিগে শীর্ষেই আছে আল নাসর।

আরও পড়ুন

১৪ ম্যাচে ১০ জয়, ৩ ড্র ও ১ হার নিয়ে তাদের পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে আল-ফাতেহ আছে পয়েন্ট তালিকার ৮ নম্বরে।