ছেলেদের ট্রফি জয়ের আনন্দ, উৎসবে যোগ দিলেন মেসিও

ছেলেদের ট্রফি জয় উপভোগ করেছেন মেসিএক্স

বাবার ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব ট্রফিই আছে। কিন্তু এরপরও ছেলেদের যেকোনো শিরোপা জয়ের আনন্দটা বাবার কাছে অন্য রকমই হওয়ার কথা।

লিওনেল মেসির ক্ষেত্রেও বিষয়টা যেন তেমনই। এত দিন নিজের ট্রফি জয় উপভোগ করেছেন, এখন ছেলেদের ট্রফি জয়ও উদ্‌যাপন করছেন আর্জেন্টাইন মহাতারকা।

সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ ফ্লোরিডায় উদ্‌যাপন করা হয় মেমোরিয়াল ডে। এ আয়োজনে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ প্রতিভাবানদেরও আমন্ত্রণ জানানো হয়। এ আয়োজন সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছে একটি যুব ফুটবল টুর্নামেন্ট। যেখানে দর্শকসারিতে উপস্থিত ছিলেন মেসিও।

আরও পড়ুন

শুধু মেমোরিয়াল ডে উদ্‌যাপনের জন্যই নয়, মেসি উপস্থিত ছিলেন নিজের ছেলেদের খেলা উপভোগ করার জন্যও। আর দিন শেষে ছেলেদের হাতে ট্রফি দেখে আনন্দেও ভেসেছেন ইন্টার মায়ামি তারকা।

গত ফেব্রুয়ারিতে ট্রফি জয়ের পর সন্তানদের সঙ্গে মেসি ও রোকুজ্জো
ইনস্টাগ্রাম

ড্রিমস কাপ নামের এই টুর্নামেন্টে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে অংশ নিয়েছে মেসির দুই ছেলে চিরো ও থিয়াগো। এ দুজনের খেলা দেখতেই স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোসহ দর্শকসারিতে উপস্থিত ছিলেন মেসি। যেখানে শেষ পর্যন্ত ট্রফি জিতেই মাঠ ছেড়েছে চিরো ও থিয়াগো। ছেলেদের অর্জন চওড়া হাসিতে উপভোগ করতেও দেখা গেছে মেসিকেও।

মেসিপুত্রদের ট্রফি জয়ের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ফেব্রুয়ারিতে একদিনেই শিরোপা জিতেছিল মেসির তিন ছেলে। সেবার মেসির বড় ছেলে থিয়াগো মেসি ওয়েস্টন কাপের শিরোপা জিতেছিল অনূর্ধ্ব-১৩ দলের হয়ে।

আরও পড়ুন

দ্বিতীয় ছেলে মাতেও মেসি শিরোপা জিতেছিল অনূর্ধ্ব-১১ দলের হয়ে এবং ছোট ছেলে চিরো মেসি জিতেছিল খুদে দলের হয়ে। পরবর্তী সময়ে মেডেল পরা এবং ট্রফি হাতে সন্তানদের সঙ্গে মেসিসহ নিজের ছবি পোস্ট করেছিলেন রোকুজ্জোও।