নিউক্যাসল ইউনাইটেড ১-২ বার্সেলোনা
মার্কাস রাশফোর্ড তাহলে ফিরলেন!
ইংলিশ ফুটবলপ্রেমীরা এই রাশফোর্ডকেই আবার দেখার আশায় দিন গুনেছেন। সেন্ট জেমস পার্কে সেই রাশফোর্ডকে দেখা গেল ঠিকই, তবে ইংলিশ ফুটবলপ্রেমীদের মনে আক্ষেপ জাগতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ধারে বার্সেলোনায় পাঠাল গত জুলাইয়ে। তারপর এই প্রথম তাঁর ইংল্যান্ডে প্রত্যাবর্তন, কিন্তু ইংলিশ ফুটবলপ্রেমীরা কী দেখলেন, তাঁদেরই ক্লাবের বিপক্ষে রাশফোর্ডের জোড়া গোল! যেনতেন গোল নয়, দুটি গোলই মনে রাখার মতো।
রাশফোর্ডের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ভালো শুরু পেল বার্সা। রাশফোর্ডের নিজের জন্যও ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। বার্সার হয়ে প্রথম স্কোরশিটে নাম লেখালেন, সেটাও ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে। হ্যারি কেইনের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের বাইরের ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন রাশফোর্ড।
গতকাল রাতে তিনটি গোলই হয়েছে বিরতির পর। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে জুলস কুন্দের ক্রস পান রাশফোর্ড। বক্সের ভেতরে পোস্ট থেকে বেশ দূরেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বুলেট গতির হেডে পেয়ে যান প্রথম গোল। ১০ মিনিট পর ২০ গজ দূরত্ব থেকে করা শটে রাশফোর্ডের গোলটি দেখে উত্তেজিত ধারাভাষ্যকার প্রথমে বললেন, ‘মিসাইল’ ও তারপর বলেছেন, ‘ এবার চ্যাম্পিয়নস লিগে মৌসুম সেরা গোলের দৌড়ে থাকবে।’
নিউক্যাসল গোলকিপার পোপ ডান দিকে ঝাঁপ দিয়েছিলেন শটটি ঠেকাতে, ভিডিও রিপ্লেতে তা দেখানোর সময় পোপকে ধারাভাষ্যকারের পরামর্শ, ঝাঁপ দেওয়ার ‘দরকার ছিল না’। কারণ, শটটা এতটাই নিখুঁত ছিল! বল জাল ছোঁয়ার মুহূর্তখানেক পরই দেখানো হলো গ্যালারিতে বসে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। রাশফোর্ডের চোখধাঁধানো দুটি গোল দেখে তাঁর খুশি হওয়ার কথা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে স্বাগতিক সমর্থকদের জাগিয়ে তোলেন অ্যান্থনি গর্ডন। কিন্তু যোগ করা সময়ের ৭ মিনিটে সমতাসূচক গোলটি আর পায়নি নিউক্যাসল। চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনটা ঘরের মাঠে হারে শুরু হলো প্রিমিয়ার লিগের ক্লাবটির।
চ্যাম্পিয়নস লিগে প্রায় চার বছর পর গোল পেলেন রাশফোর্ড। প্রথমার্ধেও চারটি শট নেন, কিন্তু জাল খুঁজে পাননি। ৮২ মিনিটে দানি ওলমোর বদলি হয়ে মাঠ ছাড়ার আগে পুরো সময়ই ২০২২-২৩ মৌসুমের সেই রাশফোর্ডের ফিরে আসার ঝলক দেখান এই স্ট্রাইকার। তাঁর মাঠ ছাড়ার সময় উঠে দাঁড়িয়ে সম্মান দেখান বার্সার সমর্থকেরা।
প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করেছে নিউক্যাসল। উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গার দুটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন। ১৭ মিনিটে তাঁর ক্রস থেকে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন উইঙ্গার হার্ভে বার্নস। বার্সার গোলকিপার হোয়ান গার্সিয়া তিনটি ভালো সেভ করেন প্রথমার্ধে।
স্পোর্টিং ৪-১ কাইরাত
কাজাখস্তানের ক্লাব কাইরাত চ্যাম্পিয়নস লিগে অভিষেকে পাত্তাই পায়নি পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের সামনে। ৬৮ মিনিটের মধ্যে চার গোল করেছে স্পোর্টিং। এর মধ্যে ৬৫ থেকে ৬৮ মিনিটের মধ্যে করেছে তিন গোল!
জোড়া গোল করেন পর্তুগিজ উইঙ্গার ফ্রান্সিসকো ত্রিনকাও। একটি করে গোল অ্যালিসন সান্তোস ও জিওভানি কুয়েদার। ৮৬ মিনিটে চ্যাম্পিয়নস লিগে কাইরাতকে প্রথম গোলটি এনে দেন ব্রাজিলিয়ান এডমিলসন।
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ৫-১ গ্যালাতাসারাই
তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডার ইউনুস আকগুনের গোলে ৮ মিনিটে এগিয়ে গিয়েছিল গ্যালাতাসারাই। কিন্তু কে জানত, প্রতিপক্ষের মাঠে তাদের গোলের মালা পরতে হবে এবং তাতে দুটি গোল আবার আত্মঘাতী!
পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের শেষ ১২ মিনিটে তিন গোল পায় ফ্রাঙ্কফুর্ট। এর মধ্যে দুটি আত্মঘাতী। বিরতির পর আরও দুই গোল আদায় করে নেয় জার্মান ক্লাবটি। শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে ৫–১ গোলে।