জেসুসের ভিনি-উদ্‌যাপনের রাতে শীর্ষে উঠল আর্সেনাল

ভিনিসিয়ুসের মতো করেই উদ্‌যাপন করলেন জেসুসছবি: টুইটার

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তখন ১-০ গোলে এগিয়ে আর্সেনাল। ২৮ মিনিটের সময় ম্যাচের শুরু থেকে দারুণ খেলা আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের সুযোগ এল দলকে আরও এগিয়ে দেওয়ার। সুযোগ হাতছাড়া করেননি এই ব্রাজিলিয়ান। দারুণ এক হেডে দলের হয়ে ব্যবধান ২-০ করেন জেসুস। ম্যাচে আর্সেনাল ৩-০ গোলে জিতলেও জেসুসের গোলের মুহূর্তটা বিশেষ! এ গোলের উদ্‌যাপন দিয়েই যে তিনি জাতীয় দল সতীর্থ ভিনিসিয়ুসের পাশে দাঁড়ালেন।

গোলের পর জেসুস উদ্‌যাপন করেন ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিয়ুসকে অনুকরণ করে। সাম্প্রতিক সময়ে গোল উদ্‌যাপন নিয়ে ব্যাপক আলোচনায় আছেন ভিনিসিয়ুস। কদিন আগে গোলের পর তাঁর উদ্‌যাপনকে বানরের সঙ্গে তুলনা করেন স্পেনের ফুটবল এজেন্ট অ্যাসোসিয়েশনের (এইএএফ) প্রধান পেদ্রো ব্রাভো। এরপরই এমন বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে ফুঁসে ওঠে ফুটবল দুনিয়া।

গোলের পর ভিয়েইরার উল্লাস
ছবি: টুইটার

বিশেষ করে পেলে-নেইমারসহ ব্রাজিলের বর্তমান ও সাবেক অনেক তারকা ভিনির পাশে দাঁড়িয়ে তাঁর উদ্‌যাপনকে সমর্থন করেন। ভিনিকে সমর্থন এবং বর্ণবাদী আচরণের প্রতিবাদের ধারাবাহিকতাতেই এবার গোলের পর তাঁর মতো করে উদ্‌যাপন করলেন জেসুস। ম্যাচ শেষে উদ্‌যাপন নিয়ে জেসুস বলেছেন, ‘এই উদ্‌যাপন আমার বন্ধু ভিনির জন্য।’

এর আগে টানা পাঁচ জয়ের পর ম্যানেচস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে মাটিতে নেমেছিল আর্সেনাল। তবে সেই হারের চাপকে পরের ম্যাচেই তুড়ি মেরে উড়িয়ে দিল এমিরেটসের দলটি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্সেনাল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা।

সে যাত্রায় না পারলেও আক্রমণাত্মক ফুটবল খেলা আর্সেনালের প্রথম গোলটা দৃষ্টিসীমাতেই ছিল। দারুণ ছন্দে থাকা আর্সেনাল ৭ মিনিট না যেতেই ব্রেন্টফোর্ডকে একরকম কোণঠাসা করে ফেলে। জেসুসকে আক্রমণের মধ্যমণি করেই একের পর এক চেষ্টা করে যাচ্ছিল গানাররা। আর ১৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলটিও পেয়ে যায় আর্সেনাল। বুকায়ো শাকার দারুণ এক কর্নারে হেডে লক্ষ্যভেদ করে আর্সেনালকে লিড এনে দেন উইলিয়াম সালিবা।

গোলের পর আরও ধারালো হয়ে ওঠে আর্সেনাল আক্রমণভাগ। স্বাগতিক ব্রেন্টফোর্ডের নাভিশ্বাস তুলে ব্যবধান ২-০ করতে আর্সেনালের অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। জাহার কাছ থেকে বল পেয়ে মার্কারকে ফাঁকি দিয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন জেসুস।

দুই গোলে এগিয়ে থাকা আর্সেনালের পারফরম্যান্স ছিল দারুণ গোছানো। বিরতির আগে আর কোনো গোল না পেলেও আর্সেনালের দাপটেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের ধারা থেকে সরে আসেনি আর্সেনাল। ব্যবধান ৩-০ করতেও ৪ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন ফাবিও ভিয়েইরা। একের পর এক গোল হজম করে ম্যাচের মোমেন্টামও ততক্ষণে হারিয়ে ফেলে ব্রেন্টফোর্ড। অন্যদিকে বলের দখল রেখে দাপট দেখিয়ে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে আর্সেনাল। ব্রেন্টফোর্ড গোলরক্ষক বাধা হয়ে না দাঁড়ালে জয়ের ব্যবধানটা আরও বড় করতে পারত মিকেল আরতেতার দল।

আরও পড়ুন

তবে ৩-০ গোলের এ জয়েই ম্যানচেস্টার সিটিকে সরিয়ে আবার শীর্ষস্থানের দখল নিল আর্সেনাল। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। আর সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি।