আল নাসর সমর্থকদের ‘দুর্দান্ত সমর্থন’ দারুণ লেগেছে রোনালদোর

আল নাসরের জার্সিতে অভিষেক হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোরছবি: টুইটার

সৌদি আরবের মাঠে অভিষেকটা বৃহস্পতিবার রাতেই হয়ে গেছে লিওনেল মেসির পিএসজির বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াদ অলস্টার দলের হয়ে তাঁর খেলা আনন্দ দিয়েছে ফুটবলপ্রেমীদের। তবে যে দলটির হয়ে রোনালদো সৌদি আরবে খেলতে এসেছেন, সেই আল নাসরের হয়ে অভিষেকটাও হলো কাল রাতে। সৌদি প্রো-লিগে কাল আল ইত্তিফাকের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। জয়েই রঙিন রোনালদোর আল নাসরে অভিষেক।

আল নাসরের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই দর্শকের কাছ থেকে বিপুল সংবর্ধনা পেয়েছেন রোনালদো। পুরো নব্বই মিনিট মাঠে থেকে যদিও গোল করতে পারেননি, কিন্তু মন্দ খেলেননি। গোল চারটি শট নিয়েছিলেন। আল নাসরের একমাত্র গোলটিও হতে পারত রোনালদোর, কিন্তু বলের নাগাল পাননি। তবে ভাগ্যবশত তাঁর সতীর্থই সেটি থেকে গোল করেছেন। ম্যাচের ৩১ মিনিটে বাঁ দিক দিয়ে উড়ে আসা ক্রসে হেড করতে লাফিয়েছিলেন তিনি। কিন্তু বল তাঁর মাথার স্পর্শ পায়নি। তাঁর পেছনে থাকা অ্যান্ডারসন তালিসকা হেড করে ইত্তিফাকের জালে বল পাঠিয়ে দেন।

অনেকভাবেই কাল নিজেকে উপস্থাপন করেছেন রোনালদো
ছবি: টুইটার

কাল আল নাসরের হয়ে প্রথম ম্যাচ খেলে রোনালদো টুইটার ও ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশে ধন্যবাদ বার্তা দিয়েছেন। তিনি সমর্থকদের ‘দুর্দান্ত সমর্থনের’ জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রথম ম্যাচ, প্রথম জয়—সবাই ভালো খেলেছে। সব সমর্থকদের দুর্দান্ত সমর্থনের জন্য ধন্যবাদ।’

পিএসজির বিপক্ষে বৃহস্পতিবার রাতের প্রদর্শনী ম্যাচেও রিয়াদ অলস্টারকে নেতৃত্ব দিয়েছিলেন রোনালদো। তিনি জোড়া গোল করলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রিয়াদ অলস্টার মেসি-এমবাপ্পে-নেইমারের পিএসজির কাছে হেরে যায় ৫-৪ গোলে। কাল রাতেও আল ইত্তিফাকের বিপক্ষে আল নাসরের অধিনায়কত্বের আর্মব্যান্ড গার্সিয়া রোনালদোর হাতে তুলে দেন কোচ রুডি গার্সিয়া।

কালকের এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্টের ব্যবধানে লিগের শীর্ষ স্থানে বসেছে আল নাসর। রোনালদোর পরের ম্যাচ আল ইত্তিহাদের বিপক্ষে সৌদি সুপার কাপে।