দিয়াবাতের হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধাকে উড়িয়ে দিল মোহামেডান

দিয়াবাতের গোল উদ্‌যাপনফাইল ছবি : প্রথম আলো

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের শুরুতেই যেন অন্য চেহারায় মোহামেডান। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ মুক্তিযোদ্ধাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সাদা–কালোরা।

মোহামেডানের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন সোলেমান দিয়াবাতে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি দিয়াবাতের দ্বিতীয় হ্যাটট্রিক। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে চতুর্থ হ্যাটট্রিক দেখলেন দর্শকেরা। অন্য দুটি হ্যাটট্রিক আবাহনীর ফয়সাল আহমেদ ও এলিটা কিংসলির।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অন্য ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। শেখ রাসেলের গোল তিনটি মোহাম্মদ ইব্রাহিম, এমফোন উদো ও নিহাত জামানের। পুলিশের একমাত্র গোলটি লিওনার্দো আমবুলিয়ার।

কোচ শফিকুল ইসলাম মানিকের অধীনে প্রথম পর্বে রীতিমতো ধুঁকছিল মোহামেডান। প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আলফাজ আহমেদকে। সহকারী থেকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর কি দুর্দান্তভাবেই না লিগটা শুরু করলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার! আলফাজের অধীনে প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে মোহামেডান।

আলফাজ আহমেদ প্রধান কোচ হওয়ার পর লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান
ছবি : সংগৃহীত

ম্যাচের শুরুটা অবশ্য ছিল অন্য রকম। মাত্র ৯ মিনিটেই আতিকুজ্জামানের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। গোল খেয়েই যেন হুঁশ ফেরে মোহামেডানের। এরপর বাকিটা সময় মোহামেডানের দাপটের গল্প লিখেছেন তাদের মালিয়ান ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে।

আরও পড়ুন

ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করে মোহামেডানকে ম্যাচে ফেরান দিয়াবাতে। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ইম্যানুয়েল সানডে দারুণ একটা ক্রস ফেলেন। সেই বলেই মাথা ছুঁয়ে উল্লাসে মেতে ওঠেন দিয়াবাতে। এরপর ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মোহামেডানের সবচেয়ে দর্শনীয় গোলটি করেছেন তাদের উজবেক মিডফিল্ডার মুজাফফারিয়ান মুজাফফারভ। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া শট যখন জালে যায়, সেটি চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না মুক্তিযোদ্ধার গোলরক্ষক মেহেদির (৩-১)।

এবারের লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন দিয়াবাতে
ছবি : বাফুফে

বিরতির পর আরও আক্রমণাত্মক খেলেছে মোহামেডান। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোলে স্কোরলাইন ৪-১ করেছেন দিয়াবাতে। বক্সের মধ্যে দিয়াবাতেকে ফেলে দেন মুক্তিযোদ্ধার মাহমুদুল হাসান। এরপরই রেফারি বাজিয়েছেন পেনাল্টির বাঁশি। গোল করেই সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠেন মোহামেডানের ‘গোলমেশিন’। এই হ্যাটট্রিকে লিগে সব মিলিয়ে ৯টি গোল হলো দিয়াবাতের। এখন পর্যন্ত লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। ১০ গোল করে শীর্ষে আছেন বসুন্ধরা কিংসের দরিয়েলতন গোমেজ। ম্যাচের ৬৮ মিনিটে মোহামেডানের পঞ্চম গোলটি করেছেন ইম্যানুয়েল। এরপর ৮৬ মিনিটে মুক্তিযোদ্ধাকে আরেকবার লজ্জায় ডুবিয়েছেন সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন

১১ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ৪ হারে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মোহামেডান। আর ১১ ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ৭ হারে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেল মুক্তিযোদ্ধা।