মেসি–নেইমারদের গোলে কোনো সহায়তা নেই এমবাপ্পের

পিএসজির অনুশীলনে মেসি, নেইমার ও এমবাপ্পেফাইল ছবি: এএফপি

ফুটবলে বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর ত্রয়ী কোনটি, এমন প্রশ্ন এলে সবার আগে আসবে লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের নাম। তবে মৌসুম শুরুর আগে থেকেই এই ত্রয়ীর মধ্যে বিবাদের গুঞ্জন শোনা যায়। এমনকি পিএসজির সঙ্গে নতুন চুক্তির শর্ত হিসেবে নেইমারকে নাকি ছেড়ে দিতে বলেছিলেন এমবাপ্পে।

যদিও এমন অভিযোগ পরে অস্বীকার করেন এই ফরাসি তারকা। মৌসুম শুরুর পরও এমবাপ্পেকে ঘিরে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক। পেনাল্টি সমস্যার পর এবার সতীর্থদের গোলে সহায়তা না থাকা নিয়ে তোপের মুখে পড়েছেন এই ফরোয়ার্ড।

একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, শুধু মাঠের বাইরেই নয়, মাঠেও মেসি-নেইমারের সঙ্গে এমবাপ্পের বেশ দূরত্ব। এর জন্য দায়ী করা হচ্ছে এমবাপ্পেকেই। এখন পর্যন্ত এ মৌসুমে ৯ ম্যাচ খেলে ১০ গোল করলেও সতীর্থদের কোনো গোলে সহায়তা নেই এমবাপ্পের।

এ মৌসুমে দারুণ জমেছে মেসি–নেইমার জুটি
ছবি: এএফপি

যেহেতু ফরোয়ার্ড লাইনে মেসি-নেইমারই তাঁর সঙ্গী। তাই এমবাপ্পের কোনো গোলে সহায়তা থাকলে বেশির ভাগ সময়ই তা এ দুজনের গোলেই থাকার কথা। এখন অনেকের প্রশ্ন, এমবাপ্পে কি সহায়তা করতে পারছেন না নাকি ইচ্ছা করেই করছেন না

এ প্রসঙ্গে কেউ কেউ অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচটিকে উদাহরণ হিসেবে আনছেন। এ ম্যাচ তুলনামূলকভাবে ভালো স্কোরিং পজিশনে থাকা কাছের বন্ধু হিসেবে পরিচিত আশরাফ হাকিমিকেও পাস দেননি এমবাপ্পে। পরিসংখ্যান ও এ ম্যাচের চিত্র সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কও সৃষ্টি হয়েছে। কেউ কেউ এমবাপ্পেকে ‘লোভী’ ও ‘স্বার্থপর’ বলেও মন্তব্য করেছেন।

‘এমএনএম’ ত্রয়ী নিয়ে বানানো সেই গ্রাফিকসে দেখা যাচ্ছে, এ মৌসুমে সব মিলিয়ে আটটি অ্যাসিস্ট করেছেন মেসি, যার ৫টি ছিল এমাপ্পেকে ও ৩টি অ্যাসিস্ট করেছেন নেইমারকে। অন্যদিকে নেইমার এ মৌসুমে এমবাপ্পেকে তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন এবং মেসিকে অ্যাসিস্ট করেছেন দুটি গোলে। তবে এমবাপ্পে এখন পর্যন্ত দুই সতীর্থকে তো বটেই, মৌসুমেই কোনো গোলে অ্যাসিস্ট করেননি।

নেইমারে সঙ্গে সম্পর্কটা নাকি ভালো যাচ্ছে না এমবাপ্পের
ছবি: এএফপি

দারুণ ছন্দে থাকা এমবাপ্পের অ্যাসিস্ট না করা নিয়ে বিতর্কটা উসকে দিচ্ছে গত মৌসুমে তাঁর করা অ্যাসিস্টের সংখ্যা। এই এমবাপ্পেই ২০২১-২২ মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ানে সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন (৩৫ ম্যাচে ১৭টি)। মৌসুমের অবশ্য এখনো অনেকটা বাকি। কে জানে, এর মাঝে হয়তো গোলের পাশাপাশি অ্যাসিস্টেও আবার আগের ছন্দে ফিরবেন এমবাপ্পে!

তবে পরিসংখ্যানটি সামনে আসার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে। টুইটারে একজন লিখেছেন, ‘এটা পাগলামি।’ আরেকজন লিখেছেন, ‘দুর্দান্ত একটি ত্রয়ীকে নষ্ট করছেন এমবাপ্পে।’

অন্য একজনের টুইট, ‘নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সমস্যা আছে।’ একজন বার্সেলোনায় মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর উদাহরণও সামনে এনেছেন। লিখেছেন, ‘মানুষ এবং গণমাধ্যম এটাকে মেসি, সুয়ারেজ আর নেইমারকে নিয়ে গড়া ত্রয়ীর মতো করে দেখাতে চাচ্ছে। এটা হতে পারত, তবে হয়নি।’

কেউ কেউ অবশ্য মনে করিয়ে দিয়েছেন পিএসজিতে এমবাপ্পে মূলত স্ট্রাইকার, যাঁর কাজই হচ্ছে গোল করা। বিপরীতে মেসি ও নেইমার প্লেমেকারের ভূমিকা পালন করেন। তাই এমবাপ্পের অ্যাসিস্টের চেয়ে গোল বেশি করাটাই স্বাভাবিক। তবু লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ৯ ম্যাচ খেলেও মেসি-নেইমারের জন্য এমবাপ্পের কোনো অ্যাসিস্ট না থাকাকে ভালোভাবে নিচ্ছেন না দুই লাতিন তারকার ভক্তরা।

আরও পড়ুন