ছবির গল্পে এআইইউবি, ফারইস্ট ও জাহাঙ্গীরনগরের জয়

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে ঢাকা অঞ্চলের অষ্টম দিনে জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিন দলই কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। এমন এক দিনের ছবি তুলেছেন তানভীর আহাম্মেদ।
১ / ১০
নুর উদ্দিনের গোলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হারায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে
তানভীর আহাম্মেদ
২ / ১০
দলকে জেতানো গোলের জন্য ম্যাচসেরাও হয়েছেন নুর উদ্দিন
তানভীর আহাম্মেদ
৩ / ১০
জাহাঙ্গীরনগরের কোয়ার্টার ফাইনালে ওঠার উল্লাস
তানভীর আহাম্মেদ
৪ / ১০
গোলের পর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের উদ্‌যাপন
তানভীর আহাম্মেদ
৫ / ১০
জয়ের পর ফটোসেশনে এআইইউবি দল এবং তাদের অফিশিয়াল ও সমর্থকেরা
তানভীর আহাম্মেদ
৬ / ১০
ষষ্ঠ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
তানভীর আহাম্মেদ
৭ / ১০
গোল করা সতীর্থের বুট মুছে দেওয়ার মতো করে উদ্‌যাপন এআইইউবির খেলোয়াড়ের
তানভীর আহাম্মেদ
৮ / ১০
ম্যাচসেরার পুরস্কার হাতে এআইইউবির ফুটবলার লাবিবুর
তানভীর আহাম্মেদ
৯ / ১০
৩: ১ গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে হারিয়েছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
তানভীর আহাম্মেদ
১০ / ১০
ফারইস্ট গতবারও কোয়ার্টার ফাইনালে খেলেছে
তানভীর আহাম্মেদ