‘লিভারপুল আলোনসোর জন্য সঠিক জায়গা নয়’—বললেন ম্যাথাউস

বায়ার লেভারকুসেনের স্প্যানিশ কোচ জাবি আলোনসোএক্স

জাবি আলোনসোর নামটির সঙ্গে তিনটি ক্লাবের কথা উচ্চারিত হচ্ছে এখন—লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। সবার আগে এসেছে লিভারপুলের নাম। ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষে লিভারপুলের কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন। এর পর থেকেই শোনা যাচ্ছে, দলটির সাবেক মিডফিল্ডার আলোনসো হতে পারেন ক্লপের উত্তরসূরি। কিন্তু জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস মনে করেন, লিভারপুল আলোনসোর জন্য সঠিক জায়গা নয়।

বায়ার লেভারকুসেনকে এ মৌসুমে দুর্দম্য গতিতে এগিয়ে নেওয়া রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার আলোনসোকে পেতে চায় রিয়াল আর বায়ার্ন মিউনিখও। আলোনসোর রিয়ালে যেতে অপেক্ষা করতে হবে আরও দুই বছর। তাঁর সাবেক ক্লাবে এখন কোচের দায়িত্বে আছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।

আরও পড়ুন

অন্যদিকে বায়ার্ন মিউনিখও চাইছে আলোনসোকে। এবার বুন্দেসলিগায় আশানুরূপ ফল করতে না পারায় মৌসুম শেষে বায়ার্নে টমাস টুখেলের চাকরি হারানোটা নিশ্চিত। টুখেল নিজেও বায়ার্নে আর থাকতে চান না বলেই ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর। সেখানেই আলোনসোকে নিতে চায় জার্মানির ফুটবলের সর্বকালের সেরা ক্লাবটি। এখন আলোনসো কোথায় যাবেন? নাকি থেকে যাবেন লেভারকুসেনেই।

আলোনসোর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বেড়েই চলছে। বিষয়টি নিয়ে তাই সাবেক খেলোয়াড়দেরও নানা কথা বলতে হচ্ছে। গতকাল এএফপি এবং আরও কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলোনসোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ম্যাথাউসও।

আরও পড়ুন
কিংবদন্তি লোথার ম্যাথাউসি
ফাইল ছবি

সাবেক জার্মান ফুটবলার ম্যাথাউস আলোনসোর ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘লিভারপুল আলোনসোর জন্য সঠিক বিকল্প নয়। তার আরও ভালো বিকল্প আছে।’ আরও ভালো বিকল্প বলতে ম্যাথাউস কোন ক্লাবের কথা বলতে পারেন, সেটা হয়তো অনেকেই সঠিক অনুমান করে থাকবেন। ম্যাথাউস তাঁর ক্যারিয়ারের বড় একটা অংশ পার করেছেন বায়ার্নে। তিনি আলোনসোকে সেখানে যাওয়ারই পরামর্শ দিয়েছেন, ‘(আলোনসো) ভবিষ্যতে সেখানে নতুন খেলোয়াড়দের নিয়ে একটি দল গড়তে পারে।’

বায়ার্নে আলোনসো না–ও যদি যেতে চান, তাহলে লেভারকুসেনেই থেকে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন ম্যাথাউস, ‘লিভারপুলে সে কেন যাবে? সে কেন সুন্দর এ দলটি (লেভারকুসেন) ছাড়বে? যে দলটি সুন্দর ফুটবল দিয়ে আমাদের আনন্দ দিয়েছে। যেটা ১২ বছর আগে বার্সেলোনা করেছে।’

আরও পড়ুন