সিরি আতে ইতিহাস—এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

ইন্টার মিলান–তুরিনো ম্যাচটি পরিচালনা করেন তিন নারী রেফারিএএফপি

সিরি আর শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছিল ইন্টার মিলান। ইতালির এই লিগে এখন আর আকর্ষণ তেমন কিছু নেই। এরপরও গতকাল ইন্টার মিলান ও তুরিনোর ম্যাচে তৈরি হয়েছিল অন্য রকম আবহ। ম্যাচটি যে ইতিহাসের অংশ হয়ে গেছে। এই প্রথম ইতালিয়ান সিরি আর এক ম্যাচের পুরো রেফারি দলই ছিল নারী।

ম্যাচে প্রধান রেফারি ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। বাঁশি হাতে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তাঁকে সাহায্য করার জন্য পতাকা হাতে সহকারী রেফারির ভূমিকায় ছিলেন দুই নারী তিজিয়ানা ত্রাসকিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্তে।

আরও পড়ুন
ম্যাচ শুরুর আগে ফেরিয়েরি কাপুতির ওয়ার্ম–আপ
এএফপি

লিগ শিরোপা নির্ধারণ, অবনমন অথবা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া—এই তিন দিক থেকে ম্যাচটি মোটেই গুরুত্বপূর্ণ ছিল না। তবে পয়েন্ট তালিকার ১০ নম্বরে থাকা তুরিনোর জন্য ইউরোপা লিগ বা কনফারেন্স লিগে জায়গা পাওয়ার সমীকরণ ছিল। সেদিক থেকে তাদের জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ।

তুরিনোর জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাঁশি হাতে ব্যস্ত সময়ই কাটাতে হয়েছে ফেরিয়েরি কাপুতিকে। ৪৯ মিনিটে তিনি লাল কার্ড দেখান তুরিনোর আদ্রিয়েন তামেজেকে। তিনি ফাউল করেছিলেন ইন্টারের হেনরিখ মেখিতেরিয়ানকে। ভিএআরের সাহায্য নিয়ে মাঠের পাশের মনিটরে ঘটনা দেখে লাল কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেন ফেরিয়েরি কাপুতি।

এ ছাড়া ৬০ মিনিটে ইন্টার মিলানকে একটি পেনাল্টি দেন রেফারি। বক্সের মধ্যে ইন্টারের মার্কাস থুরামকে ফাউল করেছিলেন তুরিনোর মাত্তেও লোভাতো। সেই পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হাকান কালহানোলু। এর ৪ মিনিট আগে ইন্টারের প্রথম গোলটিও তিনিই করেছেন। তুরিনোর বিপক্ষে ম্যাচটি ইন্টার জিতেছে ২–০ গোলে।

আরও পড়ুন

এ নিয়ে সিরি আতে ১০টি ম্যাচ পরিচালনা করলেন ৩৩ বছর বয়সী ফেরিয়েরি কাপুতি। সিরি আতে রেফারি হিসেবে তাঁর অভিষেক হয়েছিল ২০২২ সালে, সাসসুয়োলো–সালেরনিতানা ম্যাচ দিয়ে।

সিরি আতে প্রথম হলেও গতকালের ম্যাচের তিন নারী রেফারি একসঙ্গে এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালে তাঁরা একসঙ্গে ইতালির দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ পরিচালনা করেন। এ ছাড়া গত বছর ইতালিয়ান কাপের শেষ ষোলোতে নাপোলি–সেরেমোনেসের ম্যাচেও একসঙ্গে ছিলেন এই তিন রেফারি।

আরও পড়ুন