কোপা ডেল রের সেমিফাইনালে আরও দুটি ‘ক্লাসিকো’

কোপা ডেল রে সেমিফাইনালে রিয়াল–বার্সার মুখোমুখি হওয়া মানে বেনজেমা–লেভানডফস্কি লড়াইওছবি: এএফপি

এই মৌসুমে এরই মধ্যে দুবার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোপা ডেল রে সেমিফাইনাল ড্রয়ের কল্যাণে এই মৌসুমে আরও দুটি ‘এল ক্লাসিকো’ দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

আজ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সদর দপ্তরে কোপা ডেল রে সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের করা ড্রয়ে নির্ধারিত হয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথ। অন্য সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে ওসাসুনা। সেমিফাইনাল হবে দুই লেগের।

আরও পড়ুন

এই মৌসুমে গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় বার্সেলোনাকে ৩–১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বিদের একই ব্যবধানে হারিয়ে কোচ জাভি হার্নান্দেজের অধীনে প্রথম শিরোপার দেখা পায় বার্সা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে সেমিফাইনালের পূর্বনির্ধারিত সূচি পাল্টানো হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ৮ ফেব্রুয়ারি মরক্কোর রাবাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ কারণে সেদিন কোপা ডেল রে সেমিফাইনালে প্রথম লেগে নিজেদের ম্যাচটা খেলতে পারবে না কার্লো আনচেলত্তির দল। এ কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে সেমিফাইনাল প্রথম লেগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু ও ওসাসুনার মাঠ এল সাদারে।

সেমিফাইনালের ফিরতি লেগের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৪, ৫ ও ৬ এপ্রিল।

আরও পড়ুন

কোপা ডেল রের ইতিহাসে গত ৩৭ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপাজয়ী তিনটি দল সেমিফাইনালে উঠেছে। বার্সা জিতেছে রেকর্ড ৩১ বার, অ্যাথলেটিক বিলবাও জিতেছে ২৩ বার ও রিয়াল জিতেছে ১৯ বার। ওসাসুনা স্পেনের এই টুর্নামেন্টে এখনো শিরোপা জিততে পারেনি।

আরও পড়ুন

কোপা ডেল রেতে এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছে রিয়াল ও বার্সা। ১৫ বার জিতেছে বার্সা ও ১২ বার জিতেছে রিয়াল। ৮ ম্যাচ ড্র হয়েছে। এই টুর্নামেন্টের সেমিফাইনালে ৭ বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ১৯৫৪, ১৯৫৯ ও ২০১৯ সালে সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সা। ২০১৪ সালে আনচেলত্তির অধীনে ফাইনালে বার্সাকে হারিয়ে কোপা ডেল রেতে নিজেদের সর্বশেষ শিরোপা জিতেছিল রিয়াল। এই টুর্নামেন্টের সেমিফাইনালে এবারই প্রথমবারের মতো ওসাসুনার মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও।