‘মেসিই তো তোমাকে মেরেছে, সমস্যা নেই’

দারুণ ছন্দে আছেন মেসিএএফপি

মেজর লিগ সকারে (এমএলএস) গতকাল সকালে অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মায়ামির শেষ মুহূর্তের খেলা চলছিল। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মায়ামি তখন ৫–০ গোলে এগিয়ে। ম্যাচের এমন পরিস্থিতিতে প্রতিপক্ষ বক্সের বাইরে ফ্রি–কিক পায় মায়ামি। ৬ষ্ঠ গোলের উদ্দেশে ফ্রি–কিক নিতে আসেন মেসি। কিন্তু মেসির সেই শট চলে যায় বার উঁচিয়ে। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাকই ছিল।

তবে এরপর এক ভিডিওতে দেখা যায় ভিন্ন চিত্র। মেসির সেই শটে বলটি বেশ গতিতে ডিআরভি পিএনকের গ্যালারিতে থাকা এক শিশুর গায়ে গিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যে আশপাশে সবাই জড়ো হয়ে শিশুটির খোঁজ নেয়। কোথাও ব্যথা লেগেছে কি না, তা–ও খুঁটিয়ে দেখা হয়।

আরও পড়ুন

ভাইরাল হওয়া সেই ভিডিওতে শিশুটিকে উদ্দেশ্য করে তাঁর বাবাকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে প্রিয়। মেসিই তো তোমাকে আঘাত করেছে। কোনো সমস্যা নেই। কিছুই হয়নি।’ তাঁর এ কথার পর পরিস্থিতিও বেশ শান্ত হয়ে আসে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে শুরু হয় হাস্যরস।

ভিডিওতে মন্তব্যের ঘরে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্যও করেন। একজন লিখেছেন, ‘মেসি গোল করতে চায়নি, সে চেয়েছিল বলটা শিশুটাকে দিতে।’ আরেকজন লিখেছেন, ‘একদিন এই শিশু তার পরের প্রজন্মের সঙ্গে বিষয়টি নিয়ে গল্প করতে পারবে।’

কেউ কেউ অবশ্য শিশুটির অভিভাবকদের আরও সতর্ক থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বাবা–মার ভুল।’ অন্য এক নেটিজেন লিখেছেন, ‘বাবার আরও সতর্ক থাকা উচিত ছিল।’ আরেকজন প্রশ্ন তুলেছেন আসন–বিন্যাসের ব্যবস্থাপনা নিয়ে, ‘কেন পোস্টের পেছনে একজন শিশুকে বসতে দেবে। যেখানে এ ধরনের ঘটনা ঘটে সবচেয়ে বেশি।’

আরও পড়ুন

মায়ামির ৫ গোলে জেতা ম্যাচে মেসি ও লুইস সুয়ারেজ করেছে জোড়া গোল। এ ম্যাচ জিতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেও আছে মায়ামি। মেসিরা পরের ম্যাচ খেলবেন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে। যেখানে তাদের প্রতিপক্ষ নাশভিলে।