যত টাকার প্রস্তাবই হোক, সালাহকে বিক্রি করবে না লিভারপুল

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহছবি: টুইটার

আক্রমণভাগে করিম বেনজেমার যোগ্য সতীর্থ খুঁজছে আল ইত্তিহাদ। এ জন্য লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর প্রতি দৃষ্টি দিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। কিন্তু লিভারপুল তাদের সেরা তারকাকে ছাড়বে না। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, সালাহর জন্য যেকোনো প্রস্তাবই প্রত্যাখ্যান করবে লিভারপুল। অর্থাৎ যত টাকার প্রস্তাবই দেওয়া হোক না কেন, লিভারপুলের কাছে সালাহ ‘বিক্রির জন্য নয়’।

আরও পড়ুন

লিভারপুলে সালাহরই একসময়ের সতীর্থ ফাবিনিও গত মাসে ৪ কোটি পাউন্ডে আল ইত্তিহাদে যোগ দেন। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সালাহর বিশাল অঙ্কের বেতন ও দলবদল ফি দিতে প্রস্তুত আল ইত্তিহাদ। সংবাদমাধ্যম গোল ডট কমের সংবাদকর্মী বেন জ্যাকবসের একটি টুইটের বরাত দিয়ে জানিয়েছে, আল ইত্তিহাদের পক্ষ থেকে সালাহকে বলা হয়েছে সৌদি আরবে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন। বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো।

বেন জ্যাকবস এর আগে জানিয়েছেন, বোনাস বাদে শুধু বেতন হিসেবে সালাহকে ৭ কোটি ৫৭ লাখ ইউরো দিতে চেয়েছে আল ইত্তিহাদ। এর সঙ্গে থাকবে আয়ের বিভিন্ন খাত, যা বেতনের চেয়েও অনেক বেশি। কিন্তু নিজেদের তারকা ফরোয়ার্ডকে কোনোভাবেই ছাড়বে না লিভারপুল। গত বছর অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেন সালাহ। আর ইএসপিএন জানিয়েছে, লিভারপুলকে এখনো আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাবও দেয়নি আল ইত্তিহাদ।

আরও পড়ুন

তবে সালাহর জন্য আল ইত্তিহাদের দিতে চাওয়া পারিশ্রমিকের অঙ্ক নিয়ে মতভেদ আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, ৬ কোটি ইউরোয় এর আগে সালাহকে কেনার কথা ভেবেছিল আল ইত্তিহাদ। ৩১ বছর বয়সী এ তারকার সঙ্গে ২ বছরের চুক্তিতে মোট ১৬ কোটি ৪৩ লাখ ইউরো পারিশ্রমিক দিতে চেয়েছিল ক্লাবটি। গার্ডিয়ান জানিয়েছে, আল ইত্তিহাদ এখন সালাহকে এর দ্বিগুণ পারিশ্রমিকের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ মাসের শুরুতে সালাহর এজেন্ট রামি আব্বাস টুইটে জানিয়েছিলেন, ‘আমরা এ বছর লিভারপুল ছাড়ার কথা ভাবলে গত বছর চুক্তি নবায়ন করতাম না। মোহাম্মদ সালাহ লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে বিইন স্পোর্টস ঠিক উল্টো খবর জানিয়েছে। লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সালাহ নাকি আল ইত্তিহাদে যেতে রাজি হয়েছেন! তবে দুটি ক্লাবের মধ্যে এ বিষয়ে নাকি কোনো রফা হয়নি। ‘দ্য অ্যাথলেটিক’ গতকাল জানিয়েছে, আল ইত্তিহাদকে লিভারপুল জানিয়ে দিয়েছে সালাহ ‘বিক্রির জন্য নয়।’