তবু কাবরেরার প্রশংসা পেলেন জামালরা

লেবাননের কাছে হেরেছে বাংলাদেশছবি: বাফুফে

শক্তিশালী লেবাননের সঙ্গে দারুণ লড়েও পয়েন্ট পায়নি বাংলাদেশ। শেষ ১৬ মিনিটে দুই গোল খেয়ে হারতে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ। লেবাননের মতো প্রায় এক শ ধাপ এগিয়ে থাকা দলের কাছে হারের গ্লানি থাকার কথা নয় বাংলাদেশের। এই ম্যাচে জামাল ভূঁইয়াদের হারই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের আফসোস থেকে যাচ্ছে। কারণ গোল খাওয়ার আগে বাংলাদেশের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ লেবাননের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। মেরেছেন কি না গোলকিপারের গায়ে! সেটি গোল হলে বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের শুরুটা অন্য রকমই হতে পারত।

সেটি না হওয়ায় বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা হতাশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জানাই ছিল, শুরুর দিকে আমাদের মাঠে ভুগতে হবে। কিন্তু ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আক্রমণ গড়েছি। আমরা জানতাম, আমাদের কাছে সুযোগ আসবে, সেটা এসেছেও। দ্বিতীয়ার্ধে আমরা ভালো সুযোগও তৈরি করি। কিন্তু গোল পাইনি। আমরা কিছু সুযোগ নষ্ট করেছি। এটা হতেই পারে।’

আরও পড়ুন

লেবানন কেন জিতল, কাবরেরা করলেন সেই বিশ্লেষণও, ‘ওরা শেষ পর্যন্ত জিতে গেছে। কারণ, শেষ দিকে ওরা ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখিয়েছে। যেটা ওদের দরকার ছিল সেটা করেছে।’

এই ম্যাচে বাংলাদেশ ভুল করেছে কিছু। তারই খেসারত গুনে এই হার। কাবরেরাও সেটাই বলেছেন, ‘যেভাবে আমরা গোল খেয়েছি, সেটা হতাশার। রক্ষণ পুরো ম্যাচে জমাট ছিল। মনে রাখতে হবে, লেবানন শক্তিশালী দল। দ্বিতীয়ার্ধে হাসান মাতুক মাঠে আসার পর সে আমাদের জন্য সমস্যা তৈরি করে।’ এরপর কোচের সংযোজন, ‘হারলেও ছেলেদের খেলায় আমি খুশি। এই ম্যাচ থেকে কিছু অর্জন করতে পেরেছি। ইতিবাচক হলো, বাকি দুই ম্যাচে ভালো খেলে আমাদের সেমিফাইনালে ওঠার সুযোগ আছে। আমাদের চোখও সেদিকেই।’

সাফে বাংলাদেশ–লেবানন ম্যাচের একটি মুহূর্ত
ছবি: বাফুফে

এলিটা কিংসলিকে বাদ দিয়ে সুমন রেজাকে দলে নিয়েছেন কোচ। কিন্তু সুমন শুরুর একাদশে থাকলেও কিছুই করতে পারেননি। ৬০ মিনিটে তাঁকে তুলেই নিতে হয়। সুমনকে কেন নিলেন? প্রশ্ন করলে কোচ বলেন, ‘একজন স্ট্রাইকারের মধ্যে এক শ রকম গুণ থাকতে হয়। সুমনেরও আছে। সুমন সত্যিই খুব ভালো।’

কোচের অনেক আস্থা বসুন্ধরা কিংসের স্ট্রাইকারের ওপর। চলতি ফুটবল মৌসুমে লিগে যাঁর কোনো গোল নেই। কোচ তাঁকেই নিয়েছেন হাতে ভালো বিকল্প না থাকায়। কিন্তু নিয়মিত খেলার মধ্যে না থাকায় গোলের রাস্তা সেভাবে চেনেন না সুমন রেজা।

আরও পড়ুন

গোল কীভাবে করতে হয়, সেটা দেখিয়েছেন লেবাননের ফরোয়ার্ডরা। কিন্তু লেবাননকে কেন গোলের জন্য এত ঘাম ঝরাতে হলো? দলটির সার্বিয়ার কোচ আলেকজান্ডার ইলিচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা আজ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি। নতুন ফুটবলার খেলিয়েছি। ওদের অভিজ্ঞতা নেই। ফলে গোল পেতে আমাদের দেরি হয়েছে। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞদের নামিয়ে আমরা গোল পেয়েছি।’ ‘বাংলাদেশ ভালো লড়াই করেছে’—প্রশংসা করেছেন লেবাননের কোচ।