বেনার্দো সিলভাকে ধরে রাখতে নতুন প্রস্তাব সিটির

ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান বেনার্দো সিলভাছবি: রয়টার্স

মৌসুম শেষ হওয়ার আগে থেকেই শোনা যাচ্ছে গুঞ্জনটা। ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান বেনার্দো সিলভা। মৌসুম শেষ হয়েছে, সিটির হয়ে অধরা চ্যাম্পিয়নস লিগও জিতেছে সিলভা। এখন সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে। এটাই কি তাহলে সিটিতে শেষ মৌসুম ছিল সিলভার?

সিলভা ম্যান সিটিতে যোগ দেন ২০১৭ সালে। ট্রেবলজয়ী এই ক্লাবের সঙ্গে পর্তুগিজ এই ফুটবলারের চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। সেই হিসাবে দল ছাড়া নিয়ে এখনই কানাঘুষা হওয়ার কথা নয়। তবে সিলভার সিটি ছাড়ার গুঞ্জন কিন্তু এবারই প্রথম নয়।

আরও পড়ুন

২০২১–২০২২ মৌসুমের পরও সিলভার সিটি ছেড়ে নতুন দলে যাওয়ার গুঞ্জন শোনা গেছে। এবার সেই আলোচনার মাত্রাটা একটু বেশি। সিটিতে সম্ভাব্য সবকিছু জেতা এই ফুটবলারকে পেতে চায় ফ্রান্সের পিএসজি, সৌদি আরবের আল হিলালের মতো ক্লাব। বার্সেলোনার নামটাও শোনা গিয়েছিল। তবে বার্সার আর্থিক অবস্থা বিবেচনায় নিলে তাদের জন্য সিলভাকে নেওয়া একটু কঠিনই।

রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ২ গোল করেছিলেন সিলভা
ছবি: রয়টার্স

সিলভাকে পেতে বিনিময় চুক্তিতেও যেতে পারে প্যারিসের ক্লাবটি। মানে নেইমারকে দিয়ে সিলভাকে নিয়ে আসবে পিএসজি। গত মে মাসে এমন খবর জানিয়েছিল স্পেনের সংবাদমাধ্যম এএস ও স্পোর্ত।

আরও পড়ুন

সৌদি ফুটবলে একের পর এক তারকারা পাড়ি জমানো শুরু করেছেন। সেই তালিকায় সিলভার নামটা যোগ করতে চায় আল হিলাল। পর্তুগিজ এই ফুটবলারকে বছরে ৮ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছে তারা। এই বড় অঙ্কের প্রস্তাব কি সিলভা ফেরাতে পারবেন?

আবার সিলভার সিটিতে থেকে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, পেপ গার্দিওলার সিটি এখনো সিলভাকে ধরে রাখতে চায়। দ্য টাইমস জানিয়েছে, সিলভাকে সিটিতে রাখার জন্য আর্থিক অঙ্কের প্রস্তাবটা আরও বাড়িয়েছে সিটি। যদিও সেটা আল হিলালের মতো এত বেশি টাকা নয়।

পেপ গার্দিওলার সিটি এখনো সিলভাকে ধরে রাখতে চায়
ছবি: রয়টার্স

গত মৌসুমে ৩৪টি প্রিমিয়ার লিগ ম্যাচের ২৪টিতেই শুরুর একাদশে ছিলেন সিলভা। গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম করার দক্ষতা আছে এই পর্তুগিজের। অর্থাৎ গার্দিওলার পরিকল্পনায় এখনো ভালোভাবেই আছেন এই মিডফিল্ডার। মৌসুম শেষে গার্দিওলা এই পর্তুগিজের প্রশংসায় বলেছিলেন, সিলভার ‘বিকল্প নেই’। তাই এখনো পরিকল্পনায় থাকা সিলভাকে কি ধরে রাখতে পারবেন গার্দিওলা? হয়তো চেষ্টাটা করবেন।

কারণ, এরই মধ্যে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে ক্যাম্প ন্যুকেই নতুন ঠিকানা বানিয়েছেন সিটিকে ট্রেবল জেতানোর অন্যতম নায়ক ইলকায় গুন্দোয়ান। দুই মৌসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে বার্সা, যেটির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত।

আরও পড়ুন