মেসিকে স্পেনের হয়ে খেলানো যায়নি কোনোভাবেই

ক্যারিয়ারের শেষ বেলায় আর্জেন্টিনার হয়ে মহাদেশীয় ও বিশ্বকাপ জিতেছেন মেসিছবি: রয়টার্স

স্পেনকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ২০১০ সালে, কোচ হিসেবে। ভিসেন্তে দেল বস্কের সেই দলে আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, ডেভিড ভিয়া, সের্হিও রামোস, ইকার ক্যাসিয়াস, জাবি আলনসোদের সঙ্গে থাকতে পারতেন লিওনেল মেসিও।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা তারকাকে স্পেনের পক্ষে খেলানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন দেল বস্ক। কিন্তু মেসি কিছুতেই রাজি হননি। তাঁর মনে-প্রাণে ছিল কেবলই আর্জেন্টিনা।

খুব অল্প বয়সেই মা-বাবার সঙ্গে আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি দিয়েছিলেন মেসি। শারীরিকভাবেও ছিলেন অসুস্থ। হরমোনের সমস্যা ছিল তাঁর। মেসির মা–বাবা স্পেনে বসবাস শুরু করেছিলেন মূলত ছেলের চিকিৎসার জন্যই।

আরও পড়ুন

সেই সময়ই বার্সেলোনার চোখে পড়েছিলেন, বার্সাই তাঁর হরমোনের চিকিৎসার ব্যয়ভার বহন করেছিল। স্পেনেই বেড়ে ওঠা, ফুটবলার হয়ে ওঠা মেসির। স্পেনের হয়ে তিনি খেলতেই পারতেন।

দেল বস্ক বলেন, ‘আমি মেসিকে বেড়ে উঠতে দেখেছি চোখের সামনে, সে সব সময়ই দুর্দান্ত ফুটবলার। অসম্ভব প্রতিভার অধিকারী। আমি তাঁকে স্পেনের পক্ষে খেলানোর সম্ভব সব চেষ্টাই করেছি। কিন্তু মেসির মনে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তীব্র। সে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছে।’

আরও পড়ুন

দেল বস্ক মনে করেন সর্বকালের সেরা ফুটবলার মেসিই, রোনালদো নন, ‘মেসি আমার দেখা সবচেয়ে সেরা ফুটবলার। ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির মধ্যে আমি মেসিকেই বেছে নেব।’