মোরছালিন ফিরলেন জাতীয় দলে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে শেখ মোরছালিনছবি: প্রথম আলো

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ। ২১ নভেম্বর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রতিপক্ষ লেবানন। এ দুই ম্যাচ সামনে রেখে আজ জাতীয় ফুটবল দলের ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামীকাল হোটেল আমারিতে শুরু হবে আবাসিক ক্যাম্প।

অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের দলে বড় সংযোজন শেখ মোরছালিন। সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন জাতীয় দলের এই উদীয়মান তারকা। সেই ঘটনায় ক্লাব মোরছালিনকে জরিমানা করে। বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয় জাতীয় দলের আরও দুই নিয়মিত খেলোয়াড় তপু বর্মণ ও গোলকিপার আনিসুর রহমান জিকোকে। যে কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ থেকে তপু–আনিসদের সঙ্গে মোরছালিনও বাদ পড়েছিলেন। এবার তরুণ এই ফরোয়ার্ডকে ফেরানো হলো জাতীয় দলে। তবে নিষিদ্ধ থাকায় এবারও নেই তপু ও আনিস। তপুকে এ বছরের ৩১ ডিসেম্বর আর আনিসুরকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস।

মালদ্বীপকে দুই পর্বে পেছনে ফেলেই বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
ছবি : বাফুফে

অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চন্দন রায়। মধ্যমাঠের এই খেলোয়াড় ঘরোয়া ফুটবলে খেলেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। প্রথমবার ডাক পেয়েছেন আবাহনীর মোহাম্মদ রহিমউদ্দিনও। জাতীয় দলের স্কোয়াডে এর আগে ডাক পেলেও এখনো অভিষিক্ত না হওয়া দিপক রায়, আরমান ফয়সাল, মেহেদী হাসান শ্রাবনরা আছেন এবারের স্কোয়াডেও। লম্বা বিরতি দিয়ে ফিরেছেন আবাহনীর রিয়াদুল হাসানও।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, লেবানন আর ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ
ছবি: প্রথম আলো

জাতীয় দলের ম্যানেজার আমের খান প্রথম আলোকে বলেছেন, ‘হোটেল আমারিতে আবাসিক ক্যাম্প হবে। তবে এবার অনুশীলনের জন্য বসুন্ধরার কিংস অ্যারেনা পাচ্ছে না জাতীয় দল। কিংসের এএফসি কাপের “হোম ম্যাচ” আছে। বাংলাদেশ দলের অনুশীলন হতে পারে উত্তরার পুলিশ মাঠে।’

অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলতে একটু আগেভাগেই মেলবোর্ন যেতে চায় জাতীয় দল। যদিও এ ম্যাচের জন্য অনুশীলন আগামীকাল শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত। লেবাননের সঙ্গে ম্যাচের অনুশীলন ক্যাম্প অস্ট্রেলিয়া থেকে ফেরার পরপরই শুরু হয়ে যাবে।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা (শেখ রাসেল ক্রীড়াচক্র), মেহেদী হাসান শ্রাবন (বসুন্ধরা কিংস), মোহাম্মদ পাপ্পু হোসেন (আবাহনী লিমিটেড), মাহফুজ হাসান প্রীতম (শেখ জামাল ধানমন্ডি)

রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), হাসান মুরাদ (মোহামেডান স্পোর্টিং), তারিক কাজী (বসুন্ধরা কিংস), রহমত মিয়া ( আবাহনী লিমিটেড), আলমগীর মোল্লা (আবাহনী লিমিটেড), ইসা ফয়সাল (পুলিশ এসসি),শাকিল হোসেন (শেখ জামাল ধানমন্ডি), সাদউদ্দিন (বসুন্ধরা কিংস), রিয়াদুল হাসান (আবাহনী লিমিটেড)।

মধ্যমাঠ: সোহেল রানা (বসুন্ধরা কিংস), শেখ মোরছালিন (বসুন্ধরা কিংস), মোহাম্মদ হৃদয় (আবাহনী লিমিটেড), মোহাম্মদ সোহেল রানা ( বসুন্ধরা কিংস), মজিবর রহমান জনি (বসুন্ধরা কিংস), রবিউল হাসান (আবাহনী লিমিটেড), চন্দন রায় (শেখ রাসেল ক্রীড়াচক্র), জামাল ভূঁইয় (সোল দো মায়ো), জায়েদ আহমেদ (শেখ জামাল ধানমন্ডি)

ফরোয়ার্ড: রাকিব হোসেন (বসুন্ধরা কিংস), সুমন রেজা (শেখ রাসেল ক্রীড়াচক্র), মোহাম্মদ রহিমউদ্দিন (আবাহনী লিমিটেড), ফয়সাল আহমেদ ফাহিম (শেখ জামাল ধানমন্ডি), দিপক রায় (শেখ রাসেল ক্রীড়াচক্র), আরমান ফয়সাল আকাশ (ফর্টিস এফসি), রফিকুল ইসলাম (বসুন্ধরা কিংস), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস)