মেসি–সুয়ারেজের সঙ্গে নেইমারের পুনর্মিলনী ‘অসম্ভব’, জানালেন মাচেরানো
ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলা নিয়ে কদিন দিন ধরেই আলোচনায় নেইমার। শুরুতে নেইমারের মায়ামিতে যাওয়ার খবরটি গুঞ্জন আকারে শোনা গেলেও পরে মেসি–সুয়ারেজের সঙ্গে খেলার কথা নেইমার নিজেই জানান।
সিএনএনকে দেওয়া নেইমারের সেই সাক্ষাৎকারের পরই মূলত নতুন করে ডালপালা মেলতে শুরু করে গুঞ্জন। তবে বার্সেলোনার সেই ‘এমএসএন’ ত্রিফলা আক্রমণভাগের ফেরা নিয়ে তৈরি হওয়া গুঞ্জন শুরুতেই থামিয়ে দিলেন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো। তাঁর ভাষায়, নেইমারকে এই মুহূর্তে মায়ামিতে আনা ‘অসম্ভব’।
বার্সেলোনাতে ডানা মেলেছিল ‘এমএসএন’ আক্রমণভাগ—মেসি, সুয়ারেজ ও নেইমার মিলে তৈরি করেছিলেন বিধ্বংসী এক ত্রয়ী। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ক্লাবটিতে বিশ্বের অন্যতম সেরা আক্রমনভাগ গড়েছিলেন তাঁরা। বার্সাকে ২০১৪-১৫ মৌসুমে ‘ট্রেবল’ জেতানোর পাশাপাশি এই ত্রিফলা আক্রমণভাগের কাছ থেকে ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা দেখেছে ফুটবলবিশ্ব।
নেইমার ২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজি যাওয়ার পর ভেঙে যায় এই ত্রিফলা। সুয়ারেজ বার্সা ছাড়েন ২০২০ সালে। মেসি ছাড়েন পরের বছর এরপর পিএসজিতে নেইমার–মেসি ও মায়ামিতে মেসি–সুয়ারেজ জুটি দেখা গেলেও তিনজনের আর একসঙ্গে খেলা হয়ে ওঠেনি। তবে মায়ামিতেই সে সম্ভাবনার বাস্তবতা দেখছেন অনেকে।
মেসি–সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনীর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নেইমার সিএনএনকে বলেছেন, ‘অবশ্যই, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অবিশ্বাস্য। ওরা আমার বন্ধু। এখনো আমাদের মাঝে কথা হয়। ত্রয়ী (আক্রমণভাগ) পুনর্জীবিত করাটা হবে আকর্ষণীয় ব্যাপার। আল হিলালে আমি সুখেই আছি। সৌদি আরবে ভালোই কাটছে। কিন্তু কে জানে, ফুটবল তো বিস্ময়ে ভরপুর।’
নেইমারের এই ইচ্ছা যে আপাতত পূরণ হচ্ছে না, সেটা এমএলএস মিডিয়া ইভেন্টে জানিয়ে দিয়েছেন মায়ামি কোচ মাচেরানো, ‘অবশ্যই নেই (নেইমার) একজন অসাধারণ খেলোয়াড়। বিশ্বের সব দল তাকে চায়। কিন্তু এই মুহূর্তে, আপনারা এমএলএসের বেতন সংক্রান্ত নিয়ম আপনারা জানেন। ফলে এই মুহূর্তে তাকে নিয়ে ভাবা অসম্ভব।’
এ সময় মাচেরানোর সঙ্গে উপস্থিত ছিলেন সুয়ারেজও। নেইমারের প্রশংসা করে উরুগুয়েন স্ট্রাইকার বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে নেইমার কেমন সেটা সবাই জানে। একসঙ্গে আমরা কি করেছি তাও জানা। তবে আজ আমরা ভিন্ন এক যুগে আছি। তখনকার সময়ের চেয়ে এখন আমরা অনেক বুড়ো। কিন্তু তার মতো কেউ এবং দলে যে ধরনের মান সে নিয়ে আসে, সেটা সব সময় রোমাঞ্চকর।’
সুয়ারেজ আরও বলেছেন, ‘সে যেমনটা বলেছে এবং সবাই যেমন বলে, ফুটবলে যেকোনো কিছু হতে পারে। আশা এবং প্রত্যাশা সব সময় থাকে। কিন্তু সেসবকে বাস্তবায়ন করা জটিল এবং কঠিন।’
নেইমারকে উচ্চ বেতনে নিয়ে আসতে হলে মায়ামিকে কিছু খেলোয়াড় ছাড়তে হবে। মাচেরানো এমএলএসের ক্লাবটিতে জেরার্দো মার্তিনোর জায়গা নেওয়ার পর বেশ কয়েকজন ডিফেন্ডারকে বিক্রি করে দিয়েছেন। আর্জেন্টাইন এই কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, রক্ষণভাগে তিনি দলের শক্তি বাড়াবেন কি না? মাচেরানোর উত্তর, ‘আমরা এটা নিয়ে কাজ করছি।’