‘বার্সেলোনার পুনর্জাগরণ বিশ্ব ফুটবলের জন্যই ভালো’

নতুন করে জেগে উঠছে বার্সেলোনাছবি : এএফপি

চরম অর্থসংকট থেকে অনেকটাই বেরিয়ে আসছে বার্সেলোনা। এবারের দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করে রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়ার সঙ্গে জুলস কুন্দেকেও কিনে নিয়েছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।

বার্সেলোনার এই পুনর্জাগরণে খুশি দলটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও। সংকট কাটিয়ে বার্সেলোনার আবার তারকা খেলোয়াড় কেনা এবং নিজেদের আসল রূপটা ফিরে পাওয়াটাকে পেরেজ দেখছেন ‘বিশ্ব ফুটবলের জন্যই ভালো এক ব্যাপার’ হিসেবে। ক্লাসিকোর প্রতিদ্বন্দ্বীরা আবার তুমুল প্রতিপক্ষ হয়ে উঠুক—এটাই দেখতে চান রিয়াল মাদ্রিদের সভাপতি।

একটি গোল করে এবং দুটি গোল করিয়ে হোয়ান গাম্পার ট্রফির সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রবাট লেভানডফস্কি
ছবি: এএফপি

লা লিগার নতুন মৌসুম শুরু হবে আগামীকাল। রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনা মাঠে নামবে আগামী পরশু। এ ম্যাচের আগেই অবশ্য দলবদলের প্রভাব বার্সার খেলায় ভালোভাবে টের পাওয়া গেছে।

প্রাক্‌–মৌসুম প্রস্তুতিতে বার্সেলোনা ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটি ম্যাচই জিতেছে, ড্র করেছে অন্য দুটি। দলের নতুন খেলোয়াড়দের প্রায় সবাই প্রত্যাশা অনুযায়ী ভালো খেলেছেন। রাফিনিয়া–লেভারা গোলও পেয়েছেন।

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
ফাইল ছবি

সব মিলিয়ে বার্সেলোনার এভাবে আবার ফিরে আসায় খুশি পেরেজ। মুভিস্টারকে রিয়াল মাদ্রিদের সভাপতি বলেছেন, ‘বার্সা...কোনো মৌসুমে আমরা সবাই–ই ভালো বা খারাপ করতে পারি। কিন্তু মাদ্রিদের সঙ্গে বার্সাও বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান। ক্লাবটি যে রকম, সেই অবস্থায় তাদের ফিরে আসাটা খুব প্রয়োজন। এটা সবার জন্যই ভালো। বিশ্ব ফুটবলের জন্যও।’

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মৌসুমে লা লিগার প্রথম ক্লাসিকো হবে ১৬ অক্টোবর, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ লা লিগায় বার্সেলোনার সঙ্গে খেলতে ক্যাম্প ন্যুতে যাবে আগামী বছরের ১৯ মার্চ।

রিয়াল মাদ্রিদের জার্সিতে অরেলিয়াঁ চুয়ামেনি
ছবি: রিয়াল মাদ্রিদ

এবারের দলবদলে বার্সেলোনা বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভেড়ালেও রিয়াল মাদ্রিদ শুধু দুটি চুক্তিই করেছে। মোনাকো থেকে তারা দলে এনেছে মিডফিল্ডার অরেলিংয়াঁ চুয়ামেনিকে। আর চেলসি থেকে নিয়ে এসেছে সেন্টার–ব্যাক আন্তোনিও রুডিগারকে।

এবার কি আরও খেলোয়াড় কিনবে রিয়াল? দলটির ইতালিয়ান কোচ আনচেলত্তি এর আগে বলেছিলেন, আর কোনো খেলোয়াড় কিনবে না তাঁর দল। কিন্তু মাঝে গুঞ্জন শোনা গেছে, বায়ার লেভারকুসেনের বিস্ময়বালক ইকার ব্রাভোর দিকে নজর আছে রিয়ালের। পেরেজ অবশ্য বললেন, ‘আমাদের খুব ভালোভাবে অনুশীলন করতে হবে। আনচেলত্তি দলকে খুব ভালোভাবে চালাচ্ছে। এই মুহূর্তে আমরা কাউকে দলে ভেড়ানোর কথা ভাবছি না।’