‘ইতিহাসের খলনায়ক’ কিসিঞ্জারের ফুটবলপ্রেম

পেলের সঙ্গে হেনরি কিসিঞ্জারটুইটার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হেনরি কিসিঞ্জার গতকাল মারা গেছেন। কম্বোডিয়া ও লাওসে ভিয়েতনাম যুদ্ধের সম্প্রসারণ, চিলি ও আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানে সমর্থন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ব্যাপক নৃশংসতার বিষয়ে চোখ বন্ধ রাখার অভিযোগ রয়েছে কিসিঞ্জারের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধে বিতর্কিত অবস্থানের জন্য বাংলাদেশ তাঁকে আলাদা করে মনেও রেখেছে। তবে সেই কিসিঞ্জার কিন্তু ফুটবলপ্রেমী ছিলেন।

জার্মান ফুটবলে এখন দ্বিতীয় স্তরের ক্লাব ঘয়তার ফুর্থের সমর্থক ছিলেন তিনি। শৈশবে লুকিয়ে মাঠে যেতেন ক্লাবটির খেলা দেখতে। ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করা এই সমর্থককে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর শৈশবের দিনগুলো স্মরণ করেছে ঘয়তার ফুর্থ। জার্মানির বাভারিয়া অঞ্চলের শহর ফুর্থে ১৯২৩ সালে জন্ম কিসিঞ্জারের। সেখানকার এই ক্লাবেরই সমর্থক ছিলেন তিনি। ১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রে চলে আসার আগে ঘয়তার ফুর্থের সমর্থক হয়ে যান কিসিঞ্জার।

আরও পড়ুন

তাঁর মৃত্যুতে ক্লাবটির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, ‘সম্মানিত সদস্যের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি ইহুদি পরিবারে বড় হয়েছেন ও একজন “সম্মানিত অধ্যাপক”–এর সন্তান ছিলেন।’ কিসিঞ্জারকে নিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘তাঁর বাবার ফুটবলে আগ্রহ কম ছিল। শুরুতে তিনি (কিসিঞ্জার) লুকিয়ে মাঠে আসতেন।’

বড় হয়ে ওঠার পর কিসিঞ্জার লুকিয়ে মাঠে যাওয়া নিয়ে একবার বলেছিলেন, ‘সব সময়ই বয়সে বড় কাউকে পেয়ে যেতাম, যিনি আমার হাত ধরে (স্টেডিয়ামের) ভেতরে নিয়ে যেতেন।’ মজার ব্যাপার, সব সময় স্টেডিয়ামে একই আসনে বসতেন কিসিঞ্জার। যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় ক্লাবটির খবর সেভাবে রাখতে না পারলেও প্রয়াত এই কূটনীতিবিদ ওয়াশিংটন ডিসি থেকে জার্মান দূতাবাসে যেতেন। প্রিয় ক্লাবের খোঁজখবর নিতেন দূতাবাসে। বুন্দেসলিগার অফিশিয়াল সাইটে এ তথ্য জানানো হয়েছে। ২০১০ সালে একবার ঘয়তার ফুর্থ ক্লাবে গিয়ে মাঠে নেমেছিলেন কিসিঞ্জার। মাঠের মাঝে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘এটা আমার রনহফ (ঘয়তারের স্টেডিয়ামের নাম)!’

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার
ছবি: রয়টার্স

কিসিঞ্জার ছোট থাকতে গত শতাব্দীর শুরুতে জার্মান ফুটবলে রাজত্ব করেছে ঘয়তার। ১৯২৯ সালে জার্মান লিগ জয়ের পাশাপাশি সেই সময় আঞ্চলিক বিভিন্ন ট্রফিও জিতেছে ক্লাবটি। যুক্তরাষ্ট্রে চলে আসার আগে ঘয়তারের সবুজ ও সাদা রঙের জার্সিও পরতেন কিসিঞ্জার। সেসব দিন স্মরণ করেই ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘ঘয়তার ফুর্থ তার অন্যতম অনুগত সমর্থক এবং সন্দেহাতীতভাবে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবল সমর্থককে হারাল। ক্লাব এই সম্মানিত সদস্যকে সম্মান জানাবে যিনি ১৯৯৮ সাল থেকে ফুর্থেরও নাগরিক।’

গুঞ্জন আছে, পেলেকে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলে খেলতে রাজি করিয়েছিলেন একসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা কিসিঞ্জার। ১৯৯৪ বিশ্বকাপ আয়োজন এবং স্নায়ুযুদ্ধের সময় কিংবদন্তি দাবাড়ু ববি ফিশারের সঙ্গে অন্যান্য খ্যাতিমান দাবাড়ুদের ম্যাচ আয়োজনেও মধ্যস্থতা করেছেন তিনি। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ১৯৮৯ সালেই কিসিঞ্জারকে ক্লাবের সম্মানিত সদস্য বানিয়েছে। তাঁর মৃত্যুতে বায়ার্নের সভাপতি হাবার্ট হেইনার বলেছেন, ‘তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি শান্তির পক্ষে কাজ করেছেন...এমন কিংবদন্তি রাজনীতিবিদ ও ব্যক্তিত্বকে পেয়ে গর্বিত বায়ার্ন পরিবার। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা রইল।’

আরও পড়ুন

আর্জেন্টিনায় সর্বশেষ সামরিক শাসনের সময় দেশটিতে গিয়েছিলেন কিসিঞ্জার। তখন দেশটিতে ভিদেলার শাসন চলছে। ১৯৭৮ বিশ্বকাপ চলাকালীন দেশটিতে গিয়ে ভিদেলাকে সমর্থনের পাশাপাশি পরামর্শও দিয়েছিলেন কিসিঞ্জার। সেই বিশ্বকাপে পেরুর বিপক্ষে কঠিন এক সমীকরণে পড়েছিল আর্জেন্টিনা। দিনের আগের ম্যাচে পোল্যান্ডকে ব্রাজিল ৩-১ গোলে হারানোয় ফাইনালে উঠতে পেরুর বিপক্ষে অন্তত চার গোলে জিততে হতো স্বাগতিক আর্জেন্টিনাকে। ম্যাচ শুরুর আগে কিসিঞ্জারকে নিয়ে পেরুর ড্রেসিংরুমে গিয়েছিলেন আর্জেন্টিনার সামরিক শাসক ভিদেলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কিসিঞ্জার ও ভিদেলার ড্রেসিংরুমে আসা পেরুর খেলোয়াড়েরা স্বাভাবিকভাবে নিতে পারেননি। সে ম্যাচে ৬-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে ম্যাচটি অন্যতম বিতর্কিত হয়ে আছে। ম্যাচের আগে ভিদেলা সরকার পেরুর সঙ্গে কোনো রফা করেছিল বলেও কথিত আছে।
তবে সে ম্যাচের আগে যা ঘটেছিল, সেটি চমকপ্রদ।

পেরুর সে দলটির অধিনায়ক হেক্টর চুম্পিতাজ গার্ডিয়ানকে বলেছেন, ‘মনে হয়েছিল তাঁরা শুধু অভিবাদন জানাতেই (ড্রেসিংরুমে) এসেছেন। তাঁরা এটাও বলেছিলেন, ম্যাচটা যেন ভালো হয়। কারণ, আর্জেন্টিনার মানুষ আশা করে আছে। তিনি সৌভাগ্যও কামনা করেছিলেন আমাদের। আমরা একটু অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে ভাবছিলাম, তাহলে ওনাদের তো আমাদের এখানে না এসে আর্জেন্টিনার ড্রেসিংরুমে যাওয়ার কথা! ঘটনা কী? তাঁরা আমাদের সৌভাগ্য কামনা করলেন কেন? এতে অবাক হয়েছিল সবাই।’ কিসিঞ্জারের অফিস থেকে পরে বলা হয়েছিল, এ ঘটনার কোনো স্মৃতি তাঁর ‘মনে নেই’।

আরও পড়ুন

সে বিশ্বকাপের দুই বছর আগে ১৯৭৬ সালে রোডেশিয়ার (বর্তমানে জিম্বাবুয়ে) রাজনৈতিক সমস্যা সমাধানে যুক্তরাজ্যে গিয়েছিলেন কিসিঞ্জার। তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাস্ট্রের পররাষ্ট্র সচিব টনি ক্রসল্যান্ড। তিনি আবার গ্রিমসবি ক্লাবের ভক্ত ছিলেন। বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ স্তরে খেলা এই ক্লাবের ম্যাচ দেখতে ক্রসল্যান্ডের সঙ্গে গিয়েছিলেন কিসিঞ্জার।

৮ মাস পর ক্রসল্যান্ড তাঁকে চেলসি ও উলভসের মধ্যে ৩-৩ গোলে ড্র ম্যাচ দেখাতে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়েও চেলসির ড্রেসিংরুমে ঢুঁ মেরেছিলেন কিসিঞ্জার। চেলসির তখনকার স্ট্রাইকার স্টিভ ফিনস্টোন সে ঘটনা স্মরণ করে গার্ডিয়ানকে বলেছেন, ‘তিনি বলেছিলেন ফুটবল ভালোবাসি। খেলোয়াড়েরাও মাথা নেড়ে “ঠিক আছে”সম্মতি দিয়েছিল। তবে এটাও বলেছিল, এই “গবেট”টা কে? (ড্রেসিংরুমে) তেমন সম্মান তিনি পাননি।’

১৯৬৯ সালে কিসিঞ্জার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর তাঁর সোমবারের অফিশিয়াল প্রতিবেদনে ঘয়তার ফুর্থের ম্যাচের ফল যোগ করে দেওয়া হতো। শুধু কী তা–ই, কিসিঞ্জার নিজেও একসময় ফুটবল খেলতেন। গার্ডিয়ান জানিয়েছে, শুরু করেছিলেন গোলকিপার হিসেবে। তবে হাতের হাড় ভেঙে ফেলার পরে ইনসাইড-ফরোয়ার্ড হিসেবে খেলেন। কিন্তু জার্মানিতে নাৎসিরা ইহুদিদের ওপর বর্বর অত্যাচার শুরুর পর পরিবারের সঙ্গে কিসিঞ্জার যুক্তরাষ্ট্রে চলে আসায় তাঁর ফুটবলার হওয়ার স্বপ্নেরও ইতি ঘটে।

তবে ফুটবলকে কূটনীতিতে ভালোই ব্যবহার করেছেন। ১৯৭৩ মস্কো সম্মেলনে রাশিয়ার কমিউনিস্ট দলের জেনারেল সেক্রেটারি লিওনিদ ব্রেজনেভের সঙ্গে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার গারিঞ্চার ব্যাপারে অনেকক্ষণ আলোচনা করেছিলেন কিসিঞ্জার। আর স্ট্যানলি রউসকে সরিয়ে ১৯৭৪ সালে হোয়াও হ্যাভেলাঞ্জকে ফিফা সভাপতি বানানোতেও তাঁর হাত রয়েছে বলে মনে করা হয়। পরের বছর পেলেকে নিউইয়র্ক কসমসে নিয়ে আসাতেও কলকাঠি নেড়েছিলেন কিসিঞ্জার। বলা হয়, পেলেকে নিয়ে আসা ছিল যুক্তরাষ্ট্র-ব্রাজিলের সম্পর্ক উন্নয়নের অংশ।