সবচেয়ে বেশি ভিড় রিয়ালের ওয়েবসাইটে, বাকি পরাশক্তিরা কে কোথায়

অনুশীলনে রিয়াল মাদ্রিদ দলছবি: টুইটার

ফুটবল ক্লাবগুলোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিদিন কোটি সমর্থক চোখ রাখেন ক্লাবগুলোর গতিবিধির ওপর। পছন্দের ক্লাবের খবর জানতে তাঁরা ঢুঁ মারেন দেশি–বিদেশি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ ক্লাবগুলোর খবর জানতে নিয়মিত দারস্থ হয় ক্লাবের ওয়েবসাইটে। বিশ্বব্যাপী কী পরিমাণ অনুসারী ক্লাবের সাইট ভ্রমণ করতে যাচ্ছেন, তা নিয়ে ক্লাবগুলোর মধ্যে আছে অন্যরকম এক দ্বৈরথ।

সম্প্রতি ডিজিটাল অ্যানালিসিস কোম্পানি সিমিলারওয়েব বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা (মোস্ট ভিজিটেড ক্লাব) ক্লাবের তালিকা প্রকাশ করেছে। যে তালিকায় টানা সপ্তমবারের মতো শীর্ষে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতি মাসে গড়ে ৮.৯ মিলিয়ন (৮০ লাখ ৯০ হাজার) দর্শক রিয়ালের ওয়েবসাইট ভিজিট করেছেন। পাশাপাশি এটি সব মিলিয়ে ১০ কোটি ৮০ লাখ সেশন এবং ৫০ কোটি ৬০ লাখ পেজ ভিউ হওয়ার কথাও নিশ্চিত করেছে, যা কিনা গত বছরের চেয়ে বেড়েছে।

আরও পড়ুন

এ তালিকায় রিয়ালের চেয়ে বেশ পিছিয়ে ২ নম্বরে আছে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড। তাঁদের ওয়েবসাইটে মাসে গড়ে ৬০ লাখ ৩০ হাজার ফুটবলপ্রেমী ভিড় করেছেন। ৫০ লাখের ঘরে আছে তিন ক্লাব। ক্লাব তিনটি হলো যথাক্রমে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। ৪০ লাখের ঘরে আছে তিনটি ক্লাব; লিভারপুল ও বার্সেলোনার পর অবস্থান চেলসির। বেশ পিছিয়ে ৯ ও ১০ নম্বরে আছে পিএসজি ও জুভেন্টাসের ওয়েবসাইট। এ দুই ক্লাবের সংখ্যা ১০ লাখের ঘরে।

সবচেয়ে বেশি ওয়েবসাইট ভিজিট হওয়া ১০ ক্লাব

রিয়াল মাদ্রিদ, ৮০ লাখ ৯০ হাজার

ম্যানচেস্টার ইউনাইটেড, ৬০ লাখ ৩০ হাজার

আর্সেনাল, ৫০ লাখ ৯০ হাজার

বায়ার্ন মিউনিখ, ৫০ লাখ ৫০ হাজার

ম্যানচেস্টার সিটি, ৫০ লাখ ৩০ হাজার

লিভারপুল, ৪০ লাখ ৮০ হাজার

বার্সেলোনা, ৪০ লাখ ৩০ হাজার

চেলসি, ৪০ লাখ ২০ হাজার

পিএসজি, ১০ লাখ ৯০ হাজার

জুভেন্টাস, ১০ লাখ ৫০ হাজার