ইউনাইটেডে থাকতে চাইলে নিজেকে প্রমাণ করো: ম্যাগুয়ারকে টেন হাগ

ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারছবি : রয়টার্স

রক্ষণে গুরুতর সব ভুলের কারণে প্রায়ই হাস্যরসের শিকার হন হ্যারি ম্যাগুয়ার। আগের মৌসুমগুলোতেও ভুল করে আলোচনায় এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ডিফেন্ডার। একপর্যায়ে অনেকে তাঁকে ডিফেন্ডারের ছদ্মবেশে প্রতিপক্ষের প্লেমেকার হিসেবেও ডাকা শুরু করেন। তাঁর করা ভুল নিয়ে তৈরি করা হয়েছে একাধিক ভিডিও।

যেখানে তাঁকে দেখা যায় কখনো প্রতিপক্ষের পায়ে বল তুলে দিচ্ছেন আবার কখনো সতীর্থকেই নিজেই ট্যাকল করছেন, বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে সতীর্থকেই আবার আঘাত করে বসছেন, প্রতিপক্ষের ফরোয়ার্ড অনায়াসে তাঁকে ‘নাটমেগ’ও করছেন আর ড্রিবলিং করতে গিয়ে অনেকবার বল হারাতেও দেখা গেছে তাঁকে।

আরও পড়ুন

এমন ভুলে ভরা ডিফেন্ডিংয়ের খেসারত দিয়ে এবার মৌসুম শুরু হওয়ার আগেই অধিনায়কত্ব হারান ম্যাগুয়ার। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর ম্যাগুয়ারের ইউনাইটেড ছাড়ার গুঞ্জনও শোনা যায়। শোনা যায়, তাঁকে পেতে চায় ওয়েস্ট হাম। এখন তাঁর জন্য হ্যামারদের দেওয়া ৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবটি ইউনাইটেডের মেনে নেওয়ার খবরও শোনা যাচ্ছে।

এখন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামার আগে তাঁকে স্পষ্ট বার্তা দিলেন কোচ এরিক টেন হাগও। ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে ৮ কোটি ৭০ লাখ ইউরোতে লেস্টার সিটি থেকে ইউনাইটেডে এসেছিলেন ম্যাগুয়ার। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি ম্যাগুয়ার।

হাস্যকর সব ভুলে প্রায়ই আলোচনায় আসেন ম্যাগুয়ার
ছবি: রয়টার্স

এখন নতুন মৌসুম শুরুর আগে ইউনাইটেডের ডাচ কোচ বলেছেন, ম্যাগুয়ারকে দলে জায়গা পেতে হলে নিজের উন্নতি দেখাতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে। নয়তো তাঁকে ক্লাব ছাড়তে হবে। গত মৌসুমেও ম্যাগুয়ারের ওপর খুব বেশি আস্থা রাখতে পারেননি টেন হাগ। চোটও এ সময় তাঁর জন্য বিপদ আরও বাড়িয়ে দিয়েছিল। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে ম্যাগুয়ার মাঠে নামার সুযোগ পেয়েছেন মাত্র ১৬ ম্যাচে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটি ছিল ৩১ ম্যাচ। এবারও ইউনাইটেডে থেকে গেলে বেশির ভাগ সময় তাঁকে হয়তো বেঞ্চেই কাটাতে হবে। তাই সিদ্ধান্তটা ম্যাগুয়ারের ওপরই ছেড়ে দিয়েছেন টেন হাগ।

আরও পড়ুন

আজ রাতে উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে ইউনাইটেড। এই ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে ম্যাগুয়ারকে নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে টেন হাগকে। ইউনাইটেডে ম্যাগুয়ারের টিকে থাকার চ্যালেঞ্জ কেমন, তা জানাতে গিয়ে টেন হাগ বলেছেন, ‘তাঁর শীর্ষ পর্যায়ের সেন্টারব্যাক হওয়ার সামর্থ্য আছে। সে–ই ইংল্যান্ডের সেরা হলে আমাদের দলে কেন হতে পারবে না? কিন্তু তাকে সেটা প্রমাণ করতে হবে। আর যদি তার মধ্যে লড়াই করার মতো আত্মবিশ্বাস না থাকে, তবে তাকে যেতে হবে। তাকে তখন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমি তাকে নিয়ে খুশি।’

সরাসরি না বললেও টেন হাগের ইঙ্গিতটা স্পষ্ট। দলে থেকে গেলে ম্যাগুয়ারের জন্য জায়গা নিশ্চিত নয়। মূলত অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়েই বার্তাটা দিয়েছিলেন টেন হাগ। সে সময় ম্যাগুয়ার অধিনায়কত্ব ছাড়া নিয়ে বলেছিলেন, ‘আজ কোচের সঙ্গে আলোচনায় তিনি আমাকে জানিয়েছেন, অধিনায়ক পরিবর্তন করছেন। কী কী কারণে, তা আমার কাছে তুলে ধরেছেন। যদিও ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ হয়েছি। তবে এই ক্লাবে যত দিন আছি, নিজের সর্বোচ্চটা দিয়ে খেলে যাব।’

আরও পড়ুন

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছিল, ক্লাব ছাড়লে ম্যাগুয়ারকে ক্ষতিপূরণ বাবদ এক কোটি পাউন্ড দিতে হবে ইউনাইটেডকে। যেহেতু চুক্তির মেয়াদ থাকতেও ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে ম্যাগুয়ার যোগ দিলে তুলনামূলক কম অর্থ আয় করবেন, তাই ইউনাইটেড ক্ষতিপূরণটি দিতেও চায়। তবে এখন পর্যন্ত তাঁর ক্লাব ছাড়া নিশ্চিত নয়। সব মিলিয়ে হ্যারি ম্যাগুয়ারের ভাগ্যে কী ঘটবে, তা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।