বার্সেলোনার বিপক্ষে এমবাপ্পেকে বিশ্রাম দেবেন কি না প্রশ্নে এনরিকের মজা

পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও প্রধান কোচ লুইস এনরিকেএএফপি

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়া অনেকটাই নিশ্চিত। এর মধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তির বিস্তারিত তথ্যও সামনে এনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাসহ একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম। গুঞ্জন এ রকম যে চুক্তি সই ছাড়া আর সবকিছুই হয়ে গেছে। এমনকি এমবাপ্পের প্রতি পিএসজি ও কোচ লুইস এনরিকের আচরণেও এসেছে বেশ পরিবর্তন।

লিগ ‘আঁ’তে টানা চার ম্যাচে ৯০ মিনিট খেলার সুযোগ পাননি এ ফরাসি তারকা। ক্লাবের এমন আচরণে বিরক্ত এমবাপ্পে কথা বলেছেন কোচ এনরিকের সঙ্গেও। পিএসজি কোচকেও বিষয়টি নিয়ে কথা বলতে হয়েছে সংবাদমাধ্যমের সঙ্গে। বলেছেন, ভবিষ্যতে চোখ রেখে এমবাপ্পেকে ছাড়া খেলায় অভ্যস্ত হতে চায় তাঁল দল।

আরও পড়ুন

ঘরোয়া লিগে এমবাপ্পেকে না নামানোর ঝুঁকি নিলেও চ্যাম্পিয়নস লিগে অবশ্য সে পথে হাঁটেননি এনরিকে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। তাঁর জোড়া গোলেই পিএসজি ২–১ গোলে জিতে উঠেছে শেষ আটে। এর আগে প্রথম লেগেও ২–০ ব্যবধানের জয়েও একটি গোল এসেছিল এমবাপ্পের কাছ থেকেই।

এখন শেষ আটে পিএসজি খেলবে বার্সেলোনার বিপক্ষে। গুরুত্বপূর্ণ এ ম্যাচেও পিএসজির সবচেয়ে বড় ভরসার নাম এমবাপ্পে। লিগে এ ফরোয়ার্ডকে পুরো সময় না খেলিয়ে দলকে অভ্যস্ত করার ঝুঁকি নেওয়ার সুযোগ থাকলেও  চ্যাম্পিয়নস লিগে এমন কিছু হতে পারে আত্মঘাতী। সেটি অজানা নয় পিএসজি কোচ এনরিকেরও। তবে নিজের টুইচ (ভিডিও লাইভ–স্ট্রিমিং সার্ভিস) চ্যানেলে কথা বলার সময় বার্সার বিপক্ষে এমবাপ্পেকে বিশ্রাম দেওয়া নিয়ে বেশ রসিকতাই করলেন এই স্প্যানিশ কোচ।

পিএসজি কোচ লুইস এনরিকে
পিএসজি ওয়েবসাইট

সাবেক বার্সেলোনা কোচ এনরিকে সম্প্রতি তাঁর প্রয়াত মেয়ের নামের দাতব্য সংস্থা জানা ফাউন্ডেশনের উদ্বোধন করেন। ৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় জানা। দাতব্য সংস্থাটি উদ্বোধনের পর টুইচ চ্যানেলে সেটি নিয়ে কথা বলেন পিএসজি কোচ।

সেখানে মজা করে এক অনুসারী জিজ্ঞেস করেছেন, ‘কতজন সাবস্ক্রাইভার পেলে এমবাপ্পেকে এনরিকে বার্সার বিপক্ষে সেন্টার ব্যাক হিসেবে খেলাবেন?’ এমন প্রশ্ন এড়িয়ে না গিয়ে এনরিকেও উত্তর দেন বেশ মজা করে। তিনি বলেছেন, ‘সাবস্ক্রাইবার না। ৪ বা ৫ মিলিয়ন ইউরো এই দাতব্য সংস্থায় (জানা ফাউন্ডেশন) দান করে দিন, আমি কিলিয়ানকে (এমবাপ্পে) বিশ্রামও দিয়ে দিতে পারি। আপনার রসিদটি আমাকে পাঠিয়ে দেবেন।’

টুইচে মজা করলেও বার্সার বিপক্ষে এমবাপ্পে হবেন এনরিকের তুরুপের তাস। এমবাপ্পেরও জন্যও বিদায়ের আগে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ার এটিই শেষ সুযোগ। বহু আরাধ্যের এই শিরোপাটি যদি এমবাপ্পে পিএসজিকে জেতাতে পারেন, তবে বীরের বেশেই প্যারিসের ক্লাবটি থেকে বিদায় নেওয়ার সুযোগ পাবেন ফরাসি তারকা।