সোহাগের ঘটনায় বাফুফের তদন্ত কমিটি থেকে দুই সদস্যের পদত্যাগ

মহিউদ্দিন আহমেদ (বাঁয়ে) ও আতাউর রহমান ভূঁইয়া তদন্ত কমিটি থেকে সরে দাঁড়িয়েছেনদুজনের ফেসবুক থেকে

আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈমকে ১৪ এপ্রিল ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এই ঘটনায় তোলপাড় বাফুফে নিজেদের দুর্নীতি খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ১৭ এপ্রিল ফেডারেশনের জরুরি সভায়।

কিন্তু সেই কমিটিতে শুরুতেই ভাঙন। কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য। দুজনই বাফুফের সহসভাপতি—আতাউর রহমান ভূঁইয়া ও মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন আজ। আতাউর রহমান সরে দাঁড়ান গত ২৪ এপ্রিল।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজ প্রথম আলোকে বলেন, ‘দুজনই পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। আগামী ২ মে ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় বিষয়টা নিয়ে আলোচনা হবে।’

তদন্ত কাজ শুরু না হতেই বাফুফে কমিটিতে ভাঙন
ফাইল ছবি : প্রথম আলো

ফিফা দুই বছরের জন্য আবু নাঈমকে নিষিদ্ধ করার পর বাফুফে এই তদন্ত কমিটি করে। আবু নাঈম সোহাগকে বরখাস্ত এবং আজীবন বাফুফেতে নিষিদ্ধ করে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের জন্যই মূলত এই কমিটি।

আরও পড়ুন

কমিটির অন্য সদস্যরা হলেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ, ইলিয়াস হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।

পদত্যাগের বিষয়ে যোগাযোগ করলেও বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আতাউর রহমান ভূঁইয়ার ফোন বন্ধ পাওয়া গেছে।
কমিটির সদস্য ইলিয়াস হোসেন জানিয়েছেন, এখনো কাজ শুরু হয়নি। কাজী নাবিল আহমেদ ঢাকা ফিরলে কমিটির প্রথম সভা হবে।

আরও পড়ুন