১৭ ম্যাচে গোল না খেয়ে বার্সেলোনার রেকর্ড

বার্সেলোনা গোলকিপার মার্ক–আন্দ্রে টের স্টেগেন। চলতি মৌসুমে দারুণ সময় কাটছে তাঁরছবি: টুইটার

লা লিগায় গতকাল রাতে কাদিজকে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। জিতেছে টানা ৭ ম্যাচ, পয়েন্ট টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে শীর্ষে। পরিসংখ্যান বলছে, ৮ পয়েন্ট কিংবা তার চেয়ে বেশি ব্যবধানে এগিয়ে থেকে লিগ শিরোপা কখনো অন্য দলের হাতে তুলে দেয়নি বার্সা

অর্থাৎ অতীতে এই ৮ পয়েন্ট ব্যবধানে বার্সা যতবার লিগ টেবিলে এগিয়ে ছিল, প্রতিবারই শিরোপা জিতেছে। কোচ হিসেবে জাভি হার্নান্দেজ তাহলে সত্যিই পথে ফিরিয়েছেন বার্সাকে। শুধুই পথে ফেরানো নয়, ক্যাম্প ন্যুতে গতকাল তাঁর দল গোল হজম না করে লা লিগায় নতুন রেকর্ডও গড়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

বার্সা অবশ্য কাদিজের বিপক্ষে জাল অক্ষত রাখতে পেরেছে ভাগ্যের পরশে। কাদিজের দুটি শট অফ সাইড ও ফাউলের জন্য বাতিল করে দেন রেফারি। দুটি শট পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। স্কোরকার্ডে অবশ্য তা লেখা থাকবে না। আরও একটি ম্যাচ ‘ক্লিন শিট’ রেখে লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে ২২ ম্যাচের মধ্যে অনন্য এক রেকর্ডই গড়ল বার্সা।

লা লিগার এক মৌসুমে প্রথম ২২ ম্যাচের মধ্যে এর আগে কোনো দলই মাত্র ৭ গোল হজম ও ১৭ ম্যাচে ‘ক্লিন শিট’ রাখতে পারেনি। ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জাভির দল লিগের এ পথ পর্যন্ত গোল হজম করেছে মাত্র ৭টি। ১৭ ম্যাচে কোনো গোল হজম করেনি। অর্থাৎ পরিসংখ্যানই বলছে, লা লিগার এই পথ পর্যন্ত সবগুলো দলের মধ্যে বার্সার রক্ষণই সেরা, সেটি সব মৌসুম মিলিয়ে যেকোনো দল বিচারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, কাদিজের বিপক্ষে শেষ বাঁশি বাজার আগপর্যন্ত দেপোর্তিভো লা করুনা (১৯৯৩–৯৪), আতলেতিকো মাদ্রিদ (২০১৭–২০১৮) এবং ১৯৮৬–৮৭ মৌসুমে নিজেদের গড়া রেকর্ডে ভাগ বসিয়েছিল বার্সা। এই তিনটি দল নিজেদের সেসব মৌসুমে প্রথম ২২ ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত ৯ গোল হজম করেছিল।

কিন্তু কাদিজের বিপক্ষে শেষ বাঁশি বাজার পর রেকর্ডটি নিজেদের করে নেয় জাভি হার্নান্দেজের দল। সংবাদমাধ্যম ‘ফুটবল এসপানা’ জানিয়েছে, ১৯৯৩–৯৪ মৌসুমে লা লিগা প্রথম ২২ ম্যাচের মধ্যে ১৬ ম্যাচে ‘ক্লিন শিট’ ছিল দেপোর্তিভোর। এক মৌসুমে টানা সর্বোচ্চ ২৬ ম্যাচে কোনো গোল হজম না করার রেকর্ডটি সে মৌসুমেই গড়েছিল দেপোর্তিভো।

আরও পড়ুন

বার্সা গোলকিপার মার্ক–আন্দ্রে টের স্টেগেন তাঁর দলকে অন্য এক রেকর্ডের পথেও নিয়ে যাচ্ছেন। লা লিগার এক মৌসুমে সবচেয়ে কম গোল হজমের রেকর্ড দেপোর্তিভো লা করুনা (১৯৯৩–৯৪) ও আতলেতিকো মাদ্রিদের (২০১৫–১৬)।

বার্সার এ মৌসুমে হাতে আছে আর ১৬ ম্যাচ। এ পর্যন্ত মাত্র ৭ গোল হজম করায় রেকর্ডটি টের স্টেগেনের নাগালের মধ্যেই আছে। জার্মান এই গোলকিপার স্প্যানিশ লা লিগায় এবারসহ ৯ মৌসুম খেলছেন। লা লিগায় সর্বোচ্চ বেশি ম্যাচ ‘ক্লিন শিট’ রাখার রেকর্ডে ১৩তম টের স্টেগান। ২৩৯ ম্যাচে এ পর্যন্ত ১০৪ ম্যাচ ‘ক্লিন শিট’ রাখলেন।

লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ ‘ক্লিন শিট’ রাখার রেকর্ডটি অ্যাথলেটিক বিলবাও, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার পোস্ট সামলানো আন্দনি জুবিজারেতার। লা লিগায় ১৭ মৌসুম কাটিয়ে ৬২২ ম্যাচের মধ্যে ২৩৫ ম্যাচে ‘ক্লিন শিট’ রাখার রেকর্ড গড়েছেন জুবিজারেতা।

আরও পড়ুন