মেসির আর্জেন্টিনা না মদরিচের ক্রোয়েশিয়া—ফাইনালে উঠবে কোন দল

লুকা মদরিচ ও লিওনেল মেসিছবি: রয়টার্স

আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া? লিওনেল মেসি নাকি লুকা মদরিচ? প্রশ্নটার উত্তর পেতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

৩৬ বছরের শিরোপা–খরা কাটাতে দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সামনে বড় বাধা গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। দুই দলের শেষ দেখা হয় গত রাশিয়া বিশ্বকাপে। গ্রুপ পর্বের খেলায় লুকা মদরিচরা জিতেছিলেন ৩-০ ব্যবধানে।

সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা
ছবি: রয়টার্স

চলতি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ততটা দাপট দেখাতে না পারলেও ক্রোয়েশিয়া সেমিফাইনালে এসেছে ফেবারিট ব্রাজিলকে হারিয়ে, যা মদরিচদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে আর্জেন্টিনার ভাগ্যের সঙ্গেও লড়তে হবে। কারণ, ইতিহাস বলছে সেমিফাইনালে কখনোই হারে না আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

আর্জেন্টিনা না ক্রোয়েশিয়া, কোন দল খেলবে ফাইনালে? পাঠক আপনার মতামত দিন।