চ্যাম্পিয়নস লিগ: প্রথম পর্ব শেষে কোন দল কত নম্বরে ও ১৮ ম্যাচের ফল

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব শেষ হয়েছে কালছবি: উয়েফা
নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ হয়েছে কাল রাতে। একই সময়ে অনুষ্ঠিত ১৮টি ম্যাচ শেষে নির্ধারিত হয়ে গেছে কারা সরাসরি শেষ ষোলোতে উঠেছে, কারা প্লে–অফ পর্বে সুযোগ পেয়েছে, কারাই–বা বাদ পড়েছে।

এক নজরে ফলাফল

* কাল ১৮ ম্যাচে মোট ৬৪ গোল হয়েছে, যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে একদিনে সর্বোচ্চ।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকা

* শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে খেলবে।
* ৯ম থেকে ২৪তম অবস্থানে থাকা দল প্লে-অফে খেলবে।
* প্লে–অফজয়ী ৮ দল শেষ ষোলোয় জায়গা করে নেবে।
* ২৫তম থেকে ৩৬তম অবস্থানে থাকা দল লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে।

এবার চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব দেখার অপেক্ষা
ছবি: রয়টার্স

শেষ ষোলোয় যারা

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা।

প্লে-অফ পর্বে যারা

আতালান্তা, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন এবং ক্লাব ব্রুগা।

প্রথম পর্ব থেকে বিদায় যাদের

দিনামো জাগরেভ, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ।