‘ম্যারাথন তো মাত্র শুরু হচ্ছে’, কমিউনিটি শিল্ডে হারের পর হলান্ড

কমিউনিটি শিল্ডে হারের পর ম্যানচেস্টার সিটির খেলোয়াড়েরাছবি: এএফপি

কী এক বৈপরীত্য! প্রিমিয়ার লিগের টানা তিনবারের চ্যাম্পিয়নস ম্যানচেস্টার সিটি গত পরশু টানা তিনবারের মতো হারল কমিউনিটি শিল্ডে। কিন্তু এবারের হারটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না দলটি।

আর্সেনালের কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ক্ষোভ প্রকাশ করেছেন ‘অনন্ত’ যোগ করা সময় নিয়ে। এমনিতে যোগ করা সময় ৮ মিনিট দেওয়া হয়েছিল। কিন্তু ১-০ গোলে পিছিয়ে থাকা আর্সেনাল ম্যাচে সমতায় ফেরে যোগ করা সময়ের ১১ মিনিটে। এটা নিয়েই যত ক্ষোভ গার্দিওলার। যোগ করা সময়ে সমতায় ফেরা আর্সেনাল পরে টাইব্রেকারে ম্যাচটি জিতেছে ৪-১ গোলে।

গার্দিওলা তো ক্ষোভ ঝেড়েছেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। গত মৌসুমে ম্যান সিটিকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় ভূমিকা রাখা আর্লিং হলান্ড আর তাঁর বাবা আলফি হলান্ড প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

দুজনের কেউই ক্ষোভ প্রকাশ করেননি। তবে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে যা লিখেছেন, সেটা দেখলে যে কেউই বুঝতে পারবেন, হারের হতাশা আছে দুজনের মধ্যে। ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার আলফি হলান্ড কমিউনিটি শিল্ডের ম্যাচের পর আর্সেনালকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন টুইটারে। সেই বার্তায় যেন আর্সেনালকে একটা হুমকিও দিয়েছেন, ‘ভালো করেছ আর্সেনাল। অসাধারণ জয়। এখন লিগেও তোমাদের ফেবারিট হতে হবে।’

আর্লিং হলান্ডের হুমকিটা শুধু আর্সেনালকে নয়, প্রিমিয়ার লিগে তাঁদের সব প্রতিপক্ষকেই। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে ৫৩ ম্যাচ খেলে ৫২ গোল করা হলান্ড ইনস্টাগ্রামে দলের ও নিজের একটি করে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ম্যারাথন মাত্র তো শুরু হচ্ছে।’ এরপর সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘গতকালের (গত পরশু) সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’

কমিউনিটি শিল্ডের ম্যাচে গোল পাননি হলান্ড, নেই অ্যাসিস্টও। ৭৭ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি কেভিন ডি ব্রুইনার পাস থেকে করেছেন কোল পালমার।