রিয়ালকে আবার উড়িয়ে দেওয়া সিটির জন্য প্রায় অসম্ভব, বললেন গার্দিওলা

রিয়ালকে উড়িয়ে দেওয়ার পথে এভাবেই উদ্‌যাপন করেছিলেন হলান্ড–সিলভারারয়টার্স

চ্যাম্পিয়নস লিগে শেষ আটের প্রথম লেগে আজ রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ইউরোপিয়ান ফুটবলের এই দুই পরাশক্তির দ্বৈরথ নিয়ে উত্তপ্ত ফুটবল–দুনিয়া। এ নিয়ে টানা তিন মৌসুমে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি হচ্ছে এ দুই দল।

এর আগে ২০২১-২২ মৌসুমের সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। তবে ২০২২-২৩ মৌসুমে সেই হারের প্রতিশোধ নেয় সিটি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে ইতিহাদের ক্লাবটি। যেখানে দ্বিতীয় লেগে পেপ গার্দিওলার দল ৪-০ গোলে উড়িয়ে দেয় কার্লো আনচেলত্তির রিয়ালকে।

আরও পড়ুন

এবার কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হওয়ার আগে ফিরে আসছে সিটির ৪-০ গোলে জয়ের প্রসঙ্গ। সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য বলেছেন, রিয়ালের মতো শক্তিশালী দলকে টানা দুবার বড় ব্যবধানে হারানো ‘প্রায় অসম্ভব’। এ ম্যাচে রিয়াল প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবেন বলেও মন্তব্য করেছেন গার্দিওলা।

রিয়াল ম্যাচ সামনে রেখে গার্দিওলা বলেছেন, ‘রিয়াল মাদ্রিদকে একইভাবে দুবার হারানো প্রায় অসম্ভব। তাদের একবার হারানোই অনেক কঠিন। তারা শিক্ষা নেবে এবং প্রতিশোধ নিতে চাইবে।’

কৌশলের লড়াইয়ে নামবেন দুই দলের কোচ কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা
এএফপি

গত মৌসুমের ম্যাচের চেয়ে এ ম্যাচ কেন আলাদা, তা ব্যাখ্যা করে গার্দিওলা বলেছেন, ‘আমাদের নতুন খেলোয়াড় আছে, তাদের নতুন খেলোয়াড় আছে। এটি একেবারে আলাদা একটি ম্যাচ। দ্বিতীয় লেগে আমরা নিজেদের মাঠে খেলব। আমরা নিজেদের শক্তিশালী অনুভব করছি। সেখানে আমরা দারুণভাবে আত্মবিশ্বাসী থাকব।’

আরও পড়ুন

সিটির বিপক্ষে গত মৌসুমে বড় ব্যবধানে হারা নিয়ে কথা বলেছেন রিয়াল কোচ আনচেলত্তিও। সিটির মাঠে বিধ্বস্ত হওয়া সেই ম্যাচ নিয়ে রিয়াল কোচ বলেন, ‘সেই ম্যাচে আমাদের সাহস বলতে কিছু ছিল না, কোনো ব্যক্তিত্বই দেখাতে পারিনি। এই ধরনের ম্যাচে সাহস ও ব্যক্তিত্ব হচ্ছে মৌলিক বিষয়। দ্বিতীয় লেগে আমাদের সেটার ঘাটতি ছিল। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া। মানসিক দিকটাও বেশ গুরুত্বপূর্ণ।’