নিজের পারফরম্যান্স ও গোল নিয়ে যা বললেন ম্যান সিটির ফাইনাল জয়ের নায়ক

ট্রফি নিয়ে উচ্ছ্বাস ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জয়ের নায়ক রদ্রিরছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটির ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে তাঁর নাম। ইংল্যান্ডের ক্লাবটির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়ের নায়ক যে তিনি। কাল রাতে চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল পূর্ণ করেছে ম্যান সিটি। ফাইনালের একমাত্র গোলটি করেছেন রদ্রি।

ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দে ভেসেছেন সিটির খেলোয়াড়, সমর্থক, কোচিং স্টাফের সদস্য আর কর্মকর্তারা। আনন্দে ভাসতে ভাসতেই সিটির জয়ের নায়ক রদ্রি জানালেন ফাইনালে ভালো খেলতে না পারার আক্ষেপ।

আরও পড়ুন
কোচ পেপ গার্দিওলার সঙ্গে রদ্রি
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে রদ্রি বলেন, ‘আবেগাক্রান্ত। (সমর্থকদের দিকে নির্দেশ করে) এখানে যত মানুষ আছে, তারা সবাই অপেক্ষা করে ছিল। আমি জানি না, তাদের অপেক্ষাটা ঠিক কত বছরের। এটা তাদের প্রাপ্য। গত বছর আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জয় যে কত কঠিন, রদ্রি এরপর এটা টের পাওয়ার কথা বলেন, ‘এটা সহজ ছিল না। কী দুর্দান্ত একটি দলের বিপক্ষেই না আমরা খেলেছি। তারা ভালোভাবে রক্ষণ সামলেছে আর প্রতি আক্রমণ করেছে। আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছি।’

আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগ জয়ের পর সমর্থকদের সঙ্গে রদ্রির উদ্‌যাপন
ছবি: রয়টার্স

সর্বস্ব উজাড় করে দিয়ে খেলেও ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাগির কৌশলের সঙ্গে পেরে উঠছিল না সিটি। এ মৌসুমে এর আগপর্যন্ত প্রতিপক্ষের ওপর যতটা প্রভাব বিস্তার করে খেলেছে পেপ গার্দিওলার দল, কাল রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সেটা করতে পারেনি তারা।

এ নিয়ে রদ্রি বলেন, ‘আমি প্রথমার্ধে ভালো খেলিনি। আমি বাজে খেলছিলাম। ফাইনাল এমনই। আপনি সব সময় ভালো খেলবেন বলে আশা করতে পারেন না। আবেগ থাকবে, স্নায়ুচাপ থাকবে। সব মিলিয়ে আমরা পশুর মতো লড়াই করেছি!’

আরও পড়ুন