সুপার লিগ ‘স্বার্থপর’, সুপার লিগেই ‘ফুটবলের মুক্তি’

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজটুইটার
ইউরোপের সর্বোচ্চ আদালতের রায়ে আবার প্রাণ ফিরে পেয়েছে ‘বিদ্রোহী টুর্নামেন্ট’ হিসেবে পরিচিতি পাওয়া ইউরোপিয়ান সুপার লিগ। সুপার লিগের কুশীলবরা একে বলছেন ‘ফুটবলের মুক্তি’, ‘ইউরোপের মুক্তি’। স্বাভাবিকভাবেই এর বিপক্ষে ফুটবলের প্রতিষ্ঠিত সংস্থাগুলো। আদালতের রায়ের পর সুপার লিগ প্রসঙ্গে কে কী বললেন—
বিপক্ষে
এ রায় তথাকথিত ‘সুপার লিগ’-এর কোনো যথার্থতা বা অনুমোদন বোঝায় না, এটি বরং উয়েফার পূর্ব-অনুমোদিত কাঠামোর একটা ঘাটতিই বোঝায়। কৌশলগত এ দিকটি ২০২২ সালের জুনেই মেনে নেওয়া হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে।
উয়েফা
ফিফা এর আইনের মধ্য থেকেই কঠোরভাবে পিরামিড কাঠামোসহ খেলার নির্দিষ্ট একটি ধরন কঠোরভাবে বিশ্বাস করে, যেটি খেলার মেধা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ভারসাম্য ও আর্থিক সংহতির নীতির মাধ্যমে নির্ধারিত।
ফিফা
অন্য যেকোনো সময়ের চেয়ে আজ আমরা আরও জোর দিয়ে বলছি, ‘সুপার লিগ’ একটি স্বার্থপর ও অভিজাত মডেল। যেটি পুরোপুরি উন্মুক্ত নয়, যাতে শুধু ঘরোয়া লিগ দিয়ে প্রতি মৌসুমে সরাসরি প্রবেশাধিকার নেই—সেটি একটি বদ্ধ সংস্করণ।
লা লিগা
সুপার লিগ বনাম উয়েফা আবার মুখোমুখি
ছবি: টুইটার
ডিএফএল স্পষ্টভাবেই ইউরোপিয়ান স্পোর্টস মডেল সমর্থন করে। সংস্থা ও লিগগুলোর বাইরে আয়োজিত কোনো প্রতিযোগিতা প্রত্যাখ্যান করে।
বুন্দেসলিগার আয়োজক ডিএফএল
একদম পরিষ্কার করে বললে, রায়টি কোনোভাবেই সুপার লিগ প্রজেক্টের কোনো কাঠামোকে কোনো রকম সমর্থন বা অনুমোদন করে না। সংক্ষেপে বললে, ফুটবল–বিশ্ব সুপার লিগকে কয়েক বছর আগেই পেছনে ফেলে এসেছে এবং প্রগতিশীল সংস্করণের ধারা অব্যাহত থাকবে।
প্রায় ৫০০ পেশাদার ক্লাবের প্রতিনিধিত্বকারী ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন
২০২১ সালে যখন কয়েকটি ক্লাব বিচ্ছিন্ন একটি প্রতিযোগিতায় যোগ দিতে উদ্যত হয়েছিল, তখন সরকার সমর্থকদের পাশে দাঁড়িয়েছিল। আমরা সে সিদ্ধান্তে বহাল আছি। ২০২৪ সালে আমরা একটি ফুটবল নিয়ন্ত্রণের নীতিমালা আনতে যাচ্ছি, যেটি ভবিষ্যতে এমন কোনো উদ্যোগকে থামিয়ে দেবে এবং খেলাটিকে রক্ষা করবে।
যুক্তরাজ্যের সংস্কৃতি, সংবাদমাধ্যম ও ক্রীড়ামন্ত্রী লুসি ফ্রেজার
আমরা এ২২–এর প্রেজেন্টেশন দেখেছি। আসলে বিস্মিত হব না মুগ্ধ হব, সেই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন। আমি আশা করি, তাদের দুর্দান্ত এ প্রতিযোগিতাটি তারা যত দ্রুত সম্ভব শুরু করবে।
উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দর সেফেরিন
সুপার লিগের প্রস্তাব আসার পর প্রতিবাদ হয়েছিল এর বিপক্ষে
এএফপি
আমরা খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করি এবং খেলোয়াড়েরা এরই মধ্যে বলেছে তারা সর্বসম্মতভাবে এর বিপক্ষে।
ফিফপ্রো ইউরোপের প্রেসিডেন্ট ডেভিড টেরিয়ার
এফসি ইন্টারন্যাসিওনাল মিলানো নিজেদের অবস্থান আরেকবার তুলে ধরছে—ইসিএর মাধ্যমে, উয়েফা ও ফিফার সঙ্গে সমঝোতা করেই ইউরোপিয়ান ফুটবলের ভবিষ্যৎ টিকে থাকতে পারে।
ইন্টার মিলান
পক্ষে
ফুটবল মুক্ত। উয়েফার একাধিপত্য থেকে মুক্ত, সেরা পরিকল্পনার পেছনে শাস্তির ভয় না করেই ছুটতে মুক্ত।
এ২২ স্পোর্টস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী বার্নড রাইখার্ট, যে সংস্থাটি ২০২২ সালে সুপার লিগ প্রমোট করতে প্রতিষ্ঠিত
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এখন আর কারও একাধিপত্য হয়ে থাকবে না। এখন থেকে ক্লাবগুলোর ভাগ্য নিজেদের হাতেই থাকবে। আজ মুক্ত ইউরোপ, ফুটবল ও এর সমর্থকের জয়ের দিন।
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ
১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের বছরে, বার্সা বিভিন্ন খেলা থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অভিজাত সব খেলার বর্তমান সমস্যাগুলো সমাধানের জন্য কাজে লাগাতে প্রস্তুত। এ কারণে এ ক্লাব এ২২–এর প্রমোট করা সুপার লিগের প্রতি এর সমর্থন ঘোষণা করছে।
বার্সেলোনার বিবৃতি
আরও পড়ুন
আগে পক্ষে এখন বিপক্ষে
ইউরোপিয়ান ফুটবল সম্প্রদায় ইউরোপিয়ান সুপার লিগকে সমর্থন করে না। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, স্পেন (রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ব্যতীত) ইত্যাদি সুপার লিগের বিপক্ষে।
প্রাথমিকভাবে ১২ ক্লাবের প্রকল্পে থাকলেও এখন বিপক্ষে চলে যাওয়া আতলেতিকো মাদ্রিদ
আমাদের অবস্থান বদলায়নি। আমরা উয়েফার প্রতিযোগিতায় অংশ নিতে বদ্ধপরিকর।
প্রাথমিকভাবে ১২ ক্লাবের প্রকল্পে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড