ফুটবল তেতো লাগছে বলেই কি সরে যাচ্ছেন তিতে

ব্রাজিলের সাবেক কোচ তিতেছবি: এক্স

পেশাগত দায়িত্ব অনেক সময়ই একঘেয়ে মনে হয়, তেতো লাগে। শারীরিক কারণে তিতের কাছেও এখন হয়তো তেমনই লাগছে।

রাশিয়া ও কাতার বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানো এই কোচ কোচিং পেশা থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন। গতকাল ছেলে মাথেউস বাচির ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

৬৩ বছর বয়সী তিতে জানিয়েছেন, তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন প্রয়োজন, ‘আমি যে কাজ (কোচিং) করি, সেটার প্রতি এখনো আমার টান আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমার শরীর যে সংকেত দিচ্ছে, তা পর্যবেক্ষণ করার পর পরিবারের সঙ্গে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে, ক্যারিয়ার থেকে বিরতি নেওয়া এবং যতটা সম্ভব নিজের যত্ন নেওয়াই এখন আমার জন্য সবচেয়ে ভালো হবে।’

তিতে আরও বলেন, ‘আমি অনুধাবন করতে পারছি যে এই মুহূর্তে একজন মানুষ হিসেবে আমি দুর্বল হতে পারি। তবে এটি (অনির্দিষ্টকালের বিরতি) অবশ্যই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।’

৬ বছর ব্রাজিল জাতীয় দলের কোচ ছিলেন তিতে
ছবি: এক্স

শারীরিক কারণ উল্লেখ করলেও তিতের বিরতির সিদ্ধান্তের পেছনে ফুটবল নিয়ে অস্বস্তি বাড়তে থাকা অন্যতম কারণ হতে পারে। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। শিরোপার আশা নিয়ে কাতারে যাওয়া ব্রাজিল দল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এরপর ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কোচের দায়িত্ব নেন, তাঁর অধীনে গত বছর রিও ডি জেনিরো রাজ্য চ্যাম্পিয়নশিপের শিরোপাও জেতে দলটি।

কিন্তু কোপা লিবার্তাদোরেসের শেষ আট থেকে বিদায় এবং ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ায় এক বছর পূর্তির আগেই ফ্লামেঙ্গো তাঁকে বরখাস্ত করে। ওই সময় ক্লাবের দেয়ালে তাঁকে অপমান করে ছবি আঁকা এবং মাঠে দুয়ো দেওয়ার ঘটনাও ঘটে। বরখাস্ত হওয়ার মাসখানেক আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন

গুঞ্জন ছিল, শিগগিরই কোচিংয়ে ফিরবেন তিতে, করিন্থিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নেবেন। সাও পাওলোর ক্লাবটিও জানিয়েছিল, তিতের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি আছে তারা। কিন্তু দায়িত্ব নেওয়ার আগমুহূর্তে ফুটবল থেকেই দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিতে।

গত বছরের আগস্টে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিতে
ছবি: রয়টার্স

তিতে ওই বিবৃতিতে জানিয়েছেন, দুই পক্ষের সম্মতিতেই করিন্থিয়ান্সের সঙ্গে চুক্তির প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। ক্লাবটিও তিতের আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছে।