আনচেলত্তির বকুনির পর ঘুরে দাঁড়িয়ে জিতল রিয়াল মাদ্রিদ

বদলি নামা দানি সেবায়োস রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেনএএফপি

বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা খোয়া গেছে তিন দিন আগে। মনে হচ্ছিল, এবার বুঝি কোপা দেল রে’র আশাও শেষ। ভিয়ারিয়ালের মাঠে প্রথমার্ধেই যে ২ গোলে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ।

তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়াল কার্লো আনচেলত্তির দল। পাল্টা তিন গোল করে কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচটি জিতল ৩-২ ব্যবধানে।

ভিয়ারিয়ালের মাঠ এল মাদরিগালে রিয়াল উদ্ধার হয়েছে বদলি নামা দানি সেবায়োসের নৈপুণ্যে। দুই সপ্তাহ আগে লা লিগায় এই ভিয়ারিয়ালের কাছে একই মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। একই স্মৃতি ফিরিয়ে এনে এবার প্রথমার্ধেই দুবার রিয়ালের জালে বল পাঠায় স্বাগতিকেরা। চতুর্থ মিনিটে ফরাসি মিডফিল্ডার এতিনে কাপো, আর ৪২তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল চুকুওয়ে।

আরও পড়ুন

আরও একবার হারের শঙ্কা নিয়ে বিরতিতে যায় রিয়াল। ওই সময় খেলোয়াড়দের বকেছিলেন বলে ম্যাচ শেষে জানান আনচেলত্তি, ‘আমার খুব রাগ হচ্ছিল। প্রচণ্ড রাগ। প্রতিপক্ষ এগিয়ে গেল, আমরা ঝুঁকি নিলাম। ওরা পেছন থেকে বল বের করে নিয়ে যাচ্ছিল। কিন্তু ডুয়েলে আমরা ভালো করতে পারছিলাম না।’

প্রথমার্ধে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোলে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ
এএফপি

শিষ্যদের ওই সময় জেগে ওঠার বার্তা দিয়েছিলেন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘ওদের আমি ঘুরে দাঁড়ানোর কথা বলেছি। বলেছি, আমরা এভাবে খেলতে পারি না। এর পরের ফলটা ছিল দুর্দান্ত।’

দ্বিতীয়ার্ধে রিয়ালের ঘুরে দাঁড়ানোর আসল নায়ক সেবায়োস। ৫৬ মিনিটে তাঁকে টনি ক্রুসের বদলি নামান আনচেলত্তি। এক মিনিট পরই ভিনিসিয়ুস জুনিয়রকে দারুণ এক বল বাড়ান, যেটি ধরে ফাঁকায় দাঁড়িয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন

৬৯তম মিনিটে দ্বিতীয় গোলে রিয়ালকে সমতায় আনেন এদের মিলিতাও। গোলটিতেও ছিল সেবায়োসের ছোঁয়া। স্প্যানিশ এই মিডফিল্ডারের ক্রসে হেড নেন করিম বেনজেমা। ভিয়ারিয়াল গোলরক্ষক রুখে দিলেও ফিরতি যাত্রায় বল পেয়ে গোল করেন মিলিতাও। ম্যাচে আসে ২-২ সমতা।

এরপর ৮৬তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে জড়িয়ে রিয়ালকে জয়সূচক তৃতীয় গোলটি এনে দেন সেবায়োস।

আরও পড়ুন