পরের চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়তে পারে রিয়াল–ম্যান সিটি
ইউরোপীয় মৌসুম শেষ। গত শনিবার ইন্টার মিলানকে ১–০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগেরও। আগামী মৌসুমে ইউরোপের বিভিন্ন লিগ থেকে কোন কোন দল চ্যাম্পিয়নস লিগে খেলবে, চূড়ান্ত হয়ে গেছে তা–ও।
এখন একটু বিরতি। তবে আর কয়েক দিন পরই দামামা বাজবে পরের চ্যাম্পিয়নস লিগের। আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র। এর আগে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। ড্রয়ের নির্ধারিত ‘পট’ অনুযায়ী আগামী চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের এক গ্রুপে পড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
চ্যাম্পিয়নস লিগের ড্রতে প্রতিটি দলকে চারটি পটে ভাগ করা হয়। গ্রুপ তৈরির সময় প্রতিটি পট থেকেই নেওয়া হয় একটি দল। পটের দলগুলো নির্ধারিত, কিন্তু গ্রুপিং হয় দ্বৈবচয়ন ভিত্তিতে। একই পটে থাকা দলগুলোর গ্রুপ পর্যায়ে একে অন্যের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্য নকআউট পর্যায়ে একই পটের দল একে অন্যের মুখোমুখি হতে পারবে। তবে একই দেশের একাধিক দলেরও একই গ্রুপের পড়ার কোনো নিয়ম নেই।
এবারের গ্রুপিংয়ে এক নম্বর পটে থাকছে চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী দল, ইউরোপা লিগের শিরোপাজয়ী দলসহ ইউরোপের শীর্ষ ছয় লিগের চ্যাম্পিয়ন দল। অন্য তিনটি পটে থাকা দলগুলো ঠিক হয়েছে উয়েফার ক্লাব কোয়েফিশিয়েন্ট র্যাঙ্কিং অনুযায়ী। বাছাইপর্ব থেকে আসা দলগুলো জায়গা পাবে তিন ও চার নম্বর পটে।
এবারের এক নম্বর পটে আছে ম্যানচেস্টার সিটি (চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী), সেভিয়া (ইউরোপা লিগ জয়ী), বার্সেলোনা (লা লিগা জয়ী), পিএসজি (ফ্রেঞ্চ লিগ জয়ী), নাপোলি (সিরি ‘আ’ জয়ী), বায়ার্ন মিউনিখ (বুন্দেসলিগা জয়ী), বেনফিকা (পর্তুগিজ লিগ জয়ী), ফেইনুর্দ (ডাচ লিগ জয়ী)।
দুই নম্বর পটে আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, লাইপজিগ, পোর্তো ও আর্সেনাল। এই পটের দলগুলো নির্ধারিত হয়েছে উয়েফার ক্লাব কোয়েফিশিয়েন্ট র্যাঙ্কিং মেনে।
তিন নম্বর পটে আছে শাখতার দোনেতস্ক, সালজবুর্গ, এসি মিলান, লাৎসিও, রেডস্টার বেলগ্রেড ও দুটি কোয়ালিফাইং প্লে অফ জিতে আসা দল। চার নম্বর পটে থাকছে ইউনিয়ন বার্লিন, লিওঁ, নিউক্যাসল ইউনাইটেড, সেলটিক, রিয়াল সোসেয়েদাদ ও দুটি কোয়ালিফাইং দল।
এখন লটারিতে যদি এক নম্বর পট থেকে ম্যানচেস্টার সিটি ও দুই নম্বর পট থেকে রিয়াল মাদ্রিদের নাম ওঠে, তাহলেই এই দুই দল একই গ্রুপে পড়ে যাবে। এমনকি সিটির গ্রুপে পড়তে পারে এবারের ফাইনালে ওদের প্রতিপক্ষ ইন্টার মিলানও। এবারের সেমিফাইনাল বা ফাইনালের পুনর্মঞ্চায়ন তখন দেখা যাবে গ্রুপ পর্বেই।